menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
আধারে, ওই আকাশে দেখি তোমার প্রতিচ্ছবি

আধারে, ওই আকাশে দেখি তোমার প্রতিচ্ছবি

ভেসে আসো তুমি আমার স্বপনে

আধারের কালো অন্ধকারে

মরি আমি তোমার নেশায়

তোমার ছবি একে যাই

আলোর ভীড়ে একে যাই, তোমার ছবি

আলোর ভীড়ে একে যাই, তোমার ছবি

আলোর ভীড়ে এসে, হারিয়ে গেলে তুমি

খুঁজে ফিরি তোমায়

মরি আমি তোমার নেশায়

তোমার ছবি একে যাই

ভেসে আসো তুমি আমার স্বপনে

আধারের কালো অন্ধকারে

মরি আমি তোমার নেশায়

তোমার ছবি একে যাই

যদি কোনোদিন ভুল করে, মনে পড়ে যায়

স্মৃতির পাতায় খুঁজে পাই

যদি কোনদিন মেঘের ভাঁজে তোমাকে হারাই

বৃষ্টির শব্দে খুঁজে যাই

ভেসে আসো তুমি আমার স্বপনে

আধারের কালো অন্ধকারে

মরি আমি তোমার নেশায়

তোমার ছবি একে যাই

ভেসে আসো তুমি আমার স্বপনে

আধারের কালো অন্ধকারে

মরি আমি তোমার নেশায়

তোমার ছবি একে যাই

BAGDHARA থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে