menu-iconlogo
huatong
huatong
banakusum-colleger-cordiore-by-souls-cover-image

Colleger Cordiore By Souls

Banakusumhuatong
লিরিক্স
রেকর্ডিং
=======================

কলেজের করিডোরে দেখেছি

চোখ দুটি ছিল যার সুন্দর

মোনালিসা হাসি দিয়ে বেধেছে

সে যে এই বিরহের অন্তর

সে যে এই বিরহের অন্তর

======================

আলাপের প্রয়োজনে একদিন

শিরিশ গাছের নিচে দাড়িয়ে

নির্জনে একা পেয়ে বল্লাম

লজ্জার আবরন সরিয়ে

আলাপের প্রয়োজনে একদিন

শিরিশ গাছের নিচে দাড়িয়ে

নির্জনে একা পেয়ে বল্লাম

লজ্জার আবরন সরিয়ে

তুমিতো বোঝালে

জীবনের মানে কত সুন্দর

কলেজের করিডোরে দেখেছি

চোখ দুটি ছিল যার সুন্দর

মোনালিসা হাসি দিয়ে বেধেছে

সে যে এই বিরহের অন্তর

সে যে এই বিরহের অন্তর

======================

দুপুরের খররোদে সেইতো

দিঘীর জলের মতো সান্ত

দুজনেই মুখোমুখি দাড়িয়ে

মুখে নেই নেই কোন শব্দ

দুপুরের খররোদে সেইতো

দিঘীর জলের মতো সান্ত

দুজনেই মুখোমুখি দাড়িয়ে

মুখে নেই নেই কোন শব্দ

তুমিতো হারালে

আমাকেই দিয়ে কিছু রোদ্দুর

কলেজের করিডোরে দেখেছি

চোখ দুটি ছিল যার সুন্দর

মোনালিসা হাসি দিয়ে বেধেছে

সে যে এই বিরহের অন্তর

সে যে এই বিরহের অন্তর

কলেজের করিডোরে দেখেছি

চোখ দুটি ছিল যার সুন্দর

মোনালিসা হাসি দিয়ে বেধেছে

সে যে এই বিরহের অন্তর

সে যে এই বিরহের অন্তর

Banakusum থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে