একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে
একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে
আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।
আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।
একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে
একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে
পূব আকাশে এইতো এখনরোদের খেলা ছিল
তোমার আসার খবর পেয়েএমন কি যে হলো।
পূব আকাশে এইতো এখনরোদের খেলা ছিল
তোমার আসার খবর পেয়েএমন কি যে হলো।
শ্রাবণের বারিধারা এল অসময়ে।
আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।
আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।
একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে
একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে
মেঘে মেঘে পেরিয়ে গেছে
পথ চলার এই বেলা
জীবনের সব পথে কি অপেক্ষারই খালি খেলা
মেঘে মেঘে পেরিয়ে গেছে
পথ চলার এই বেলা
জীবনের সব পথে কি অপেক্ষারই খালি খেলা
বিরহের এই যে ভেলা যাব কত বেয়ে।
আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।
আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।
একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে
একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে
আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।
আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।
একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে
একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে
একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে