menu-iconlogo
huatong
huatong
avatar

pagli tor pagla koi

band ghurihuatong
লিরিক্স
রেকর্ডিং
পাগলি তোর পাগলা কই?

পাগলা তোর পাগলি কই?

পাগলি তোর পাগলা নাই,

আহারে পাগলির পাগলা নাই।

পাগলা তোর পাগলি হতে চাই

তোর প্রেমঅনলে পুইড়া হব ছাই।

তোর মন পুলিশের হাতে আমি

এরেস্ট হতে চাই,

তোর প্রেমের কারাগারে আমি বন্দী হতে চাই।

পাগলা তোর পাগলি হতে চাই

তোর প্রেমঅনলে পুইড়া হব ছাই।

পাগলি তোর পাগলা হতে চাই

তোর প্রেম অনলে আমি পুইড়া হবো ছাই।

তোর দুস্টু হাসি আর মিষ্টি চেহারায়

আমার মন বারবার হারায়।

তুই থাকলে কাছে হৃদয় বাজে

ভেতর ঘরে একটা আলো দেখতে পাই,

পাগলি তোর পাগলা হতে চাই

তর প্রেম অনলে আমি পুইড়া হবো ছাই।

পাগলা তোর পাগলি হতে চাই

তোর প্রেমানলে পুইড়া হব ছাই।

পাওয়া না পাওয়া আমার মাওলার হাতে

মাওলা চাইলে সবই পারে।

মাওলা, আমি যেন তারে সাথে পাই

এপার-ওপার সুখে থাকতে চাই।

পাগলা তোর পাগলি হতে চাই

তর প্রেমঅনলে পুইড়া হব ছাই।

পাগলি তোর পাগলা হতে চাই

তর প্রেম অনলে আমি পুইড়া হবো ছাই।

এপার-ওপার সুখে থাকতে চাই,

তোর প্রেমঅনলে পুইড়া হব ছাই..

band ghuri থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে