🇧🇩 🅱angla 🇬aner 🅿akhi 🇧🇩
Md. Azizul Haque
মা জননী এই আমাকে বুকে…
আসিফ আকবর
🎶🎶 Md. Azizul Haque 🎶🎶
দুঃখ এলে দেয়না কেউ আর
আদর করে সব ভুলিয়ে,
ঘুম পাড়ানির গল্প বলে
দেয়না মাথায় হাত বুলিয়ে।
দুঃখ এলে দেয়না কেউ আর
আদর করে সব ভুলিয়ে,
ঘুম পাড়ানির গল্প বলে
দেয়না মাথায় হাত বুলিয়ে।
মা-জননী এই আমাকে,
বুকে টেনে নাও,
কত দূরে আছ তুমি,
সঙে নিয়ে যাও।
মা-জননী এই আমাকে,
বুকে টেনে নাও,
কত দূরে আছ তুমি,
সঙে নিয়ে যাও।
😥🎶🎶 Md. Azizul Huq 🎶🎶😥
একটু আড়াল হলেই কেঁদে
বলতে খোকা ফিরে আয়
কেমন করে চলে গেলে
একা তুমি ফেলে আমায়
হো..একটু আড়াল হলেই কেঁদে
বলতে খোকা ফিরে আয়
কেমন করে চলে গেলে
একা তুমি ফেলে আমায়
মা-জননী এই আমাকে, বুকে টেনে নাও,
কত দূরে আছ তুমি, সঙে নিয়ে যাও।
মা-জননী এই আমাকে, বুকে টেনে নাও,
কত দূরে আছ তুমি, সঙে নিয়ে যাও।
😥🎶🎶 Md. Azizul Huq 🎶🎶😥
তোমার পায়ে স্বর্গ আমার,
সকল ব্যাথার শান্তনা
তোমার কোলে ফিরে এলে
ভুলি মনের যন্ত্রনা।
তোমার পায়ে স্বর্গ আমার,
সকল ব্যাথার শান্তনা
তোমার কোলে ফিরে এলে
ভুলি মনের যন্ত্রণা।
মা-জননী এই আমাকে, বুকে টেনে নাও,
কত দূরে আছ তুমি, সঙে নিয়ে যাও।
দুঃখ এলে দেয়না কেউ আর,
আদর করদ সব ভুলিয়ে,
ঘুম পাড়ানির গল্প বলে,
দেয়না মাথায় হাত বুলিয়ে।
মা-জননী এই আমাকে, বুকে টেনে নাও
কত দূরে আছ তুমি, সঙে নিয়ে যাও
মা-জননী এই আমাকে, বুকে টেনে নাও,
কত দূরে আছ তুমি, সঙে নিয়ে যাও।
🇧🇩 🅱angla 🇬aner 🅿akhi 🇧🇩
Md. Azizul Haque