menu-iconlogo
huatong
huatong
bappa-istream---din-bari-jay-cover-image

iStream - Din Bari Jay

Bappahuatong
লিরিক্স
রেকর্ডিং
দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়

যদি না হয় কথা

জমে নিরবতা

তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক

যেতে পথে আজ এইটুক বলি

যত দূরে যাই, জানিনা তো কবে

জেনে রেখো শুধু, ফের দেখা হবে

যত দূরে যাই, জানিনা তো কবে

জেনে রেখো শুধু, ফের দেখা হবে

দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়

যদি না হয় কথা

জমে নিরবতা

তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক

যেতে পথে আজ এইটুক বলি

যত দূরে যাই, জানিনা তো কবে

জেনে রেখো শুধু, ফের দেখা হবে

যত দূরে যাই, জানিনা তো কবে

জেনে রেখো শুধু, ফের দেখা হবে

নদীরা বাঁধন হারা

আঁকাবাঁকা ছুটে যায়

সব নদী যেন তবু মিলবে মোহনায়

আমার ও নোঙ্গর বাঁধা

তোমারই সে সীমানায়

যেতে পথে আজ এইটুক বলি

যত দূরে যাই, জানিনা তো কবে

জেনে রেখো শুধু, ফের দেখা হবে

যত দূরে যাই, জানিনা তো কবে

জেনে রেখো শুধু, ফের দেখা হবে

মেঘেরা ছন্ন ছাড়া

নীলিমায় ভেসে যায়

জল হয়ে যেন তবু ঝরবে বর্ষায়

এই নিয়তি বাঁধা

তোমারি সেই আঙ্গিনায়

যেতে পথে আজ এইটুক বলি

যত দূরে যাই, জানিনা তো কবে

জেনে রেখো শুধু, ফের দেখা হবে

যত দূরে যাই, জানিনা তো কবে

জেনে রেখো শুধু, ফের দেখা হবে

দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়

যদি না হয় কথা, জমে নিরবতা

তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক

যেতে পথে আজ এইটুক বলি

যত দূরে যাই, জানিনা তো কবে

জেনে রেখো শুধু, ফের দেখা হবে

যত দূরে যাই, জানিনা তো কবে

জেনে রেখো শুধু, ফের দেখা হবে

iStream

Bappa থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে