বালিতে তোমার নাম লিখে দেবো
জলে ধুয়ে যাবে জলে ধুয়ে যাবে
ফুলেতে তোমার নাম লিখে দেবো
রোদে জলে যাবে রোদে জলে যাবে
হৃদয়ে তোমার নাম লিখে দেবো
বদনাম হয়ে যাবে বদনাম হয়ে যাবে
হোক বদনাম তবু
তোমার কাছে আমি আসবো
যতোটা বেসেছি ভালো
তার চেয়ে বেশী ভালোবাসবো
লাভটা আর কি হবে লোকেরা সবাই যে
চোখ রাঙাবে চোখ রাঙাবে
বালিতে তোমার নাম লিখে দেবো
জলে ধুয়ে যাবে জলে ধুয়ে যাবে
ফুলেতে তোমার নাম লিখে দেবো
রোদে জলে যাবে রোদে জলে যাবে
হৃদয়ে তোমার নাম লিখে দেবো
বদনাম হয়ে যাবে বদনাম হয়ে যাবে
তা জেনেই ভালবেসে
আমরা চেনা হয়ে থাকবে
মাঝে মাঝে শেষ রাতে
স্বপনে তোমায় কাছে ডাকবো
লাভটা কি কি হবে সূর্য উঠে এসে
ঘুম ভাঙবে ঘুম ভাঙবে
বালিতে তোমার নাম লিখে দেবো
জলে ধুয়ে যাবে জলে ধুয়ে যাবে
ফুলেতে তোমার নাম লিখে দেবো
রোদে জলে যাবে রোদে জলে যাবে
হৃদয়ে তোমার নাম লিখে দেবো
বদনাম হয়ে যাবে বদনাম হয়ে যাবে
আআ হাআআ আআ হোও ও হোও হোও
আআ হাআআ আআ হোও ও হোও হোও