menu-iconlogo
huatong
huatong
baul-sukumar-ami-tomar-jonno-kadi-cover-image

ami tomar jonno kadi

Baul Sukumarhuatong
লিরিক্স
রেকর্ডিং
আমি তোমার জন্য কাঁদি

তোমার মন কি কাঁদে না?

আমি তুমার জন্য কাঁদি

তোমার মন কি কাঁদে না?

কাঁদালে কাঁদিতে হবে

তাও কি তুমি জানো না?

তোমার মন কি কাঁদে না?

আমি তোমার জন্যে কাঁদি

তোমার মন কি কাঁদে না?

বন্ধু তোমায় বেসে ভালো

আমার এ কি জ্বালা হলো,

কাঁদিতে জনম গেল,

কাঁদিতে জনম গেল

আর কাঁদিতে পারিনা।

তোমার মন কি কাঁদে না?

আমি তুমার জন্যে কাঁদি

তোমার মন কি কাঁদে না?

আমার মতন কয়জন বলো

বসবে তোমায় এতো ভালো?

সুবাস ছাড়া ফুলে বন্ধু,

সুবাস ছাড়া ফুলে বন্ধু

মন তো কারো গোলে না।

তোমার মন কি কাদে না?

আমি তুমার জন্যে কাদি

তোমার মন কি কাঁদে না?

যে আগুনে জ্বলছি আমি

সেই আগুনে জ্বলবে তুমি,

নিজের ভুলে কাঁদবে সেদিন,

নিজের ভুলে কাঁদবে সেদিন,

পাশে তো কেউ থাকবে না।

তুমার মন কি কাঁদে না?

আমি তোমার জন্যে কাঁদি

তোমার মন কি কাঁদে না?

Baul Sukumar থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে