menu-iconlogo
huatong
huatong
avatar

Vul bujhia jodi Vule Jao more

Baul Sukumarhuatong
🦋⃝ᶦᶬ᭄𝐀𝐧𝐨𝐰𝐚𝐫🦋⃝࿐ѕℓghuatong
লিরিক্স
রেকর্ডিং
ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে

ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে

ভালোবাসা কখনো ভুলোনা গো

ভালোবাসা কখনো ভুলোনা

ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে

ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে

ভালোবাসা কখনো ভুলোনা গো

ভালোবাসা কখনো ভুলো.. না

যদি গো কোনদিন মনে পড়ে মোরে

রেখনা সেদিনের স্মৃতি স্মরণে

যদি গো কোনদিন মনে পড়ে মোরে

রেখনা সেদিনের স্মৃতি স্মরণে

ব্যথারই মালা হয়ে আমাকে জড়িও না

ভালোবাসা কখনো ভুলনা গো

ভালোবাসা কখনো ভুলনা

শপথের মালা ছিঁড়েছো যখনি

কি হবে কেঁদে কেঁদে কাটায়ে রজনী

শপথের মালা ছিঁড়েছো যখনি

কি হবে কেঁদে কেঁদে কাটায়ে রজনী

বিরহের অনল হয়ে আমাকে জ্বলিও না

ভালোবাসা কখনো ভুলনা গো

ভালোবাসা কখনো ভুলনা

ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে

ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে

ভালোবাসা কখনো ভুলনা গো

ভালোবাসা কখনো ভুলনা

ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে

ভালোবাসা কখনো ভুলনা গো

ভালোবাসা কখনো ভুলনা গো

ভালোবাসা কখনো ভুলনা

Baul Sukumar থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Baul Sukumar-এর Vul bujhia jodi Vule Jao more - লিরিক্স এবং কভার