menu-iconlogo
huatong
huatong
avatar

Bhalobasa Kano Oshoay

Belal Khan/Shakilahuatong
Ⓜ️ONJUR_ABS_BD_🇧🇩huatong
লিরিক্স
রেকর্ডিং
তবে কি তোমায় পাবো না !

কোন দিন আর দেখা হবে না !

নিয়তির এই গল্প শেষে !

কাঁদে মন আজ ভালবেসে !

নিভে যায় হৃদয়ের স্বপ্ন

সব নিরাশায়...!

ভালবাসা কেন অসহায়...!

ভালবাসা কেন অসহায়...!

তবে কি তোমায় পাবো না!

কোন দিন আর দেখা হবে না !

নিয়তির এই গল্প শেষে !

কাঁদে মন আজ ভালবেসে !

নিভে যায় হৃদয়ের স্বপ্ন

সব নিরাশায়..!

ভালবাসা কেন অসহায় !

ভালবাসা কেন অসহায় !

এতো ভালবাসা বুকে

চোখে দেখি তবু শূন্য..!

একি শ্রোতে ভেসে এসে।

মহানাতে...ভিন্ন..!

হো..এতো ভালবাসা বুকে..!

চোখে দেখি তবু শূন্য !

একি শ্রোতে ভেসে এসে।

মহানাতে...ভিন্ন..!

প্রেম কি শুধু কাঁদায়।

ভালবাসা কেন অসহায়..!

ভালবাসা কেন অসহায়..!

ভেঙে গেলো হৃদয় আমার।

হারালো প্রেম নিশ্বস করে।

কাছে পাওয়ার এতো তৃষা,,

নিয়ে গেলো....দূরে,,,

হো..ভেঙে গেলো হৃদয় আমার।

হারালো প্রেম নিশ্বস করে।

কাছে পাওয়ার এতো তৃষা,,

নিয়ে গেলো...দূরে,,,

কি সুখে মন সাজায়...

ভালবাসা কেন অসহায়..!

ভালবাসা কেন অসহায়...!

তবে কি তোমায় পাবনা।

কোন দিন আর দেখা হবে না।

নিয়তির এই গল্প শেষে,,

কাঁদে মন আজ ভালবেসে,,

নিভে যায় হৃদয়ের স্বপ্ন

সব নিরাশায়...

ভালবাসা কেন অসহায়..!

ভালবাসা কেন অসহায়...!

Belal Khan/Shakila থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে