menu-iconlogo
huatong
huatong
avatar

Kalo Jole Kuchla Tole

Bhaskarhuatong
লিরিক্স
রেকর্ডিং
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন

আজ সারা না কাল সারা না পাই যে দরশন

লদীর ধারে চাষে বঁধু মিছাই কর আশ

ঝিরিঝিরি বাঁকা লদি বইছে বারমাস

লদীর ধারে চাষে বঁধু মিছাই কর আস

ঝিরিঝিরি বাঁকা লদি বইছে বারমাস

চিংড়ি মাছের ভিতর করা তায় ঢালেছি ঘি

নিজের হাতে ভাগ ছাড়েছি ভাবলে হবে কি

চিংড়ি মাছের ভিতর করা তায় ঢালেছি ঘি

নিজের হাতে ভাগ ছাড়েছি ভাবলে হবে কি

চালুর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়

দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়

মেদিনীপুরের আয়না চিরুন

বাঁকুড়ার ঐ ফিতা

যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা

মেদিনীপুরের আয়না চিরুন বাঁকুড়ার ঐ ফিতা

যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা

পেছপারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার

দিনেদিনে বাইড়ছে তুমার চুলেরই বাহার

কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা

কোঁড় ফুলেতে কেষ্ট আছেন

কোঁড় ফুলেতে রাধা ।

কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা

কোঁড় ফুলেতে কেষ্ট আছেন

কোঁড় ফুলেতে রাধা ।

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন

আজ সারা না কাল সারা না পাই যে দরসন ।

লদীর ধারে চাষে বঁধু মিছাই কর আশ

ঝিরিঝিরি বাঁকা লদি বইছে বারমাস

ঝিরিঝিরি বাঁকা লদি বইছে বারমাস

ঝিরিঝিরি বাঁকা লদি বইছে বারমাস

Bhaskar থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে