menu-iconlogo
huatong
huatong
bikram-singh-tabu-mone-rekho-cover-image

Tabu Mone Rekho

Bikram Singhhuatong
লিরিক্স
রেকর্ডিং
তবু মনে রেখো

তবু মনে রেখো

যদি দূরে যাই চলে

তবু মনে রেখো

যদি পুরাতন প্রেম

ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে

মনে রেখো

যদি থাকি কাছাকাছি

দেখিতে না পাও

ছায়ার মতন আছি না আছি

মনে রেখো

তবু মনে রেখো

যদি জল আসে আঁখিপাতে

যদি জল আসে আঁখিপাতে

একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে

তবু মনে রেখো

একদিন যদি বাধা পড়ে কাজে শারদপ্রাতে

তবু মনে রেখো

যদি পড়িয়া মনে

যদি পড়িয়া মনে

ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে

তবু মনে রেখো

মনে রেখো

তবু মনে রেখো

যদি দূরে যাই চলে

তবু মনে রেখো

Bikram Singh থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে