menu-iconlogo
huatong
huatong
avatar

চোখ মেল্লেই দেখি তোমাকেই

Bilal Khanhuatong
লিরিক্স
রেকর্ডিং
Ekla Mon Sujon,

চোখ মেললেই দেখি তোমাকে

চোখ বুজলেই পাই আরো কাছে

চোখ মেললেই দেখি তোমাকে

চোখ বুজলেই পাই আরো কাছে

তারও বেশি ভালবাসা

আমি দিতে চাই

যত ভালবাসা

পৃথিবীতে আছে

ভালবাসি বড় ভালবাসি

এর বেশি ভালবাসা যায় না

ও আমার জান পাখি ময়না

ভালবাসি বড় ভালবাসি এর

বেশি ভালবাসা যায় না

ও আমার প্রাণ পাখি ময়না

Ekla Mon Sujon,

সূর্যের বুকে

আছে যতটা আলো

তারও বেশি তোমাকে বেসেছি ভাল

রাত যত ভরে থাক আঁধার কালোয়

আলোকিত হতে চাই তোমার আলোয়

ভালবাসি বড় ভালবাসি

এর বেশি ভালবাসা যায় না

ও আমার প্রাণ পাখি ময়না

ভালবাসি বড় ভালবাসি

এর বেশি ভালবাসা যায় না

ও আমার জান পাখি ময়না

Ekla Mon Sujon,

একটিও পলক একাকী তুমিহীনা...

চেনা চেনা লাগে সবি অচেনা

ও রাত যত ভরে থাক আঁধার কালোয়

আলোকিত হতে চাই তোমার আলোয়

ভালবাসি বড় ভালবাসি

এর বেশি ভালবাসা যায় না

ও আমার জান পাখি ময়না

ভালবাসি বড় ভালবাসি

এর বেশি ভালবাসা যায় না

ও আমার প্রান পাখি ময়না

চোখ মেললেই দেখি তোমাকে

চোখ বুজলেই পাই আরো কাছে

তারও বেশি ভালবাসা

আমি দিতে চাই

যত ভালবাসা

পৃথিবীতে আছে

ভালবাসি বড় ভালবাসি

এর বেশি ভালবাসা যায় না

ও আমার জান পাখি ময়না

ভালবাসি বড় ভালবাসি এর

বেশি ভালবাসা যায় না

ও আমার প্রাণ পাখি ময়না

Ekla Mon Sujon,

Bilal Khan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে