menu-iconlogo
huatong
huatong
biyas-sarkar-aj-onekdin-por-cover-image

Aj Onekdin Por

Biyas Sarkarhuatong
লিরিক্স
রেকর্ডিং
আজ অনেকদিন পর তোমার বাড়ির কাছে এসে

আমি কেমন যেন হারিয়ে গেছি তোমায় ভালোবেসে

আজ অনেকদিন পর তোমার বাড়ির কাছে এসে

আমি কেমন যেন হারিয়ে গেছি তোমায় ভালোবেসে

আমার কাছে তোমার কোনো উড়ো চিঠি জমে নেই

তুমি কেমন যেন বেঁচে থাকার অভিনয়

এক যেকোনো নদীর তীরে, দূর কোনো সাগরে

তুমি আবার আমায় খুঁজে পাবে, আবার

এক যেকোনো নদীর তীরে, দূর কোনো সাগরে

তুমি আবার আমায় খুঁজে পাবে

আবার আমার স্পর্শ পাবে

আমি জানি তুমি আবার হারাবে

ভালোবেসে দূরে গিয়ে দাঁড়াবে

আশকারা পাবে আমাদের অভিমান

আলেয়া ঘিরে শুধু কল্পনা

ভেজা আকাশের স্মৃতিরা কুড়িয়ে পেলো শূন্যতা

বৃষ্টি ছুঁলো আমাদের বিকেল

এক যেকোনো নদীর তীরে, দূর কোনো সাগরে

তুমি আবার আমায় খুঁজে পাবে, আবার

এক যেকোনো নদীর তীরে, দূর কোনো সাগরে

তুমি আবার আমায় খুঁজে পাবে

আবার আমার স্পর্শ পাবে

Biyas Sarkar থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে