জীবনের ভারে ক্লান্ত আমি
থেকে গেছি অচেনাই
কত কাছে এলে নিজের
দুঃখ কেটে যায়
মন খারাপে খুঁজি না আর
কাকে বলি কথা আমার
একা বসেই ভাবি আমি
কিসে এত হাহাকার
প্রভু মৃত্যুর আগেই মেরে ফেলো না আমায়
প্রভু মৃত্যুর আগেই মেরে ফেলো না আমায়
প্রভু মৃত্যুর আগেই মেরে ফেলো না আমায়
প্রভু মৃত্যুর আগেই মেরে ফেলো না আমায়
ছায়াও আমার সরে যাবে জানি
অদ্ভুত সেই প্রস্থান
জানতে চাইবে না কেউ আর
সেদিনের অবস্থান
তবুও এ চিৎকার
তুমি শুনে রেখো প্রভু
ভুলে যেও না কভু
বাঁচতে চেয়েও হার মেনেছিলাম
নত হই নি তবু
প্রভু মৃত্যুর আগেই মেরে ফেলো না আমায়
প্রভু মৃত্যুর আগেই মেরে ফেলো না আমায়
প্রভু মৃত্যুর আগেই মেরে ফেলো না আমায়
প্রভু মৃত্যুর আগেই মেরে ফেলো না আমায়