নতুন গান পেতে আমার
একটু অপেক্ষা করুন
বলবো না গো, ,আর কোন দিন
ভালবাস, তুমি মো,,রে
বলবো না গো,, আর কোন দিন
ভালবাস, তুমি মো,,রে
একটু অপেক্ষা করুন
বলে ছিলে গো ভালবাসি গো
আজ কেনো গো এমন হলো
বলে ছিলে গো,, ভালবাসি গো
আজ কেনো গো এমন হলো
এমন হলো,,এমন হলো
বলবো না গো,, আর কোন দিন,,
ভালবাস, তুমি মো রে
একটু অপেক্ষা করুন
ভালবাসা কভু নয় অপরাধ
তাই নিয়ে গো,, কেন প্রতিবাদ
ভালবাসা কভু নয় অপরাধ
তাই নিয়ে গো,, কেন প্রতিবাদ
কেন প্রতিবাদ,কেন প্রতিবাদ
বলবনা গো,, আর কোন দিন,,
ভালবাস, তুমি মোরে,,
একটু অপেক্ষা করুন
ভালবাসা পেয়ে,, যে পেয়েছি আঘাত
সেই অনল গো দেহে, জ্বলে বারো মাস
ভালবাসা পেয়ে, যে পেয়েছি আঘাত
সেই অনল গো দেহে, জ্বলে বারো মাস
বাউলের অন্তরে,বাউলের অন্তরে
বলবো না গো,, আর কোন দিন,,
ভালবাস, তুমি মোরে,,
বলবো না গো, আর কোন দিন
ভালবাস, তুমি মোরে
বলবনা গো,, আর কোন দিন
ভালবাস, তুমি মোরে