Lyrics
Bristy
গান:-ভালবাসার বর্নমালা আমায় শেখালে
Upload:,, Bristy
১ম পাঠ মেয়ে ২য় পাঠ ছেলে
=== === === === ===
F. /ভালোবাসার বর্নমালা আমায় শেখালে
বিনি সুতার বকুল মালা আমায় পড়ালে
মালা আর খুলতে পারিনা
জ্বালা আর সইতে পারিনা
বারুদ ছাড়া কাঁঠি দিয়ে আগুন লাগালে..
=== === === ===
M. /ভালোবাসার বর্নমালা আমায় শেখালে
বিনি সুতার বকুল মালা আমায় পড়ালে
মালা আর খুলতে পারিনা
জ্বালা আর সইতে পারিনা
ও বারুদ ছাড়া কাঁঠি দিয়ে আগুন লাগালে..
=== === === === ===
F. /ভালোবাসার বর্নমালা আমায় শেখালে
বিনি সুতার বকুল মালা আমায় পড়ালে
Follow Me: Bristy
নতুন গান পেতে আমাকে ফলো করুন
আপনাদের ভালো লাগা আমার স্বার্থকতা
=== === === === ===
M. /আঁকাশ থেকে দুটি তারা পরলো তোমার চোঁখে
তাইতো আমি নয়ন তারা ডাকি তোমাকে
F. /সাগর থেকে মিষ্টি হাওয়া লাগলো এসে বুকে
মনে হলো প্রেমের ছোওয়া দিলে আমাকে
M. /ও রংধনুর রঙ্গে রঙ্গে মনটা রাঙ্গালে..
=== === === === ===
F. /ভালোবাসার বর্নমালা আমায় শেখালে
বিনি সুতার বকুল মালা আমায় পড়ালে
<<<<<<<<<<<<
=========
>>>>>>>>>>
=== === === === ===
F. /জনম জনম থাকবো তোমার বলছি শপত করে
বাঁধা বিপদ যতই আসুক যাবনা ছেড়ে
M. /এমন বাঁধন দিলে তুমি দূরে যাবনা যে
মরন হলেও রবো আমি তোমারি মাঝে
F. /যাদু মাখা কথা বলে পাগল বানালে..
=== === === === ===
M. /ভালোবাসার বর্নমালা আমায় শেখালে
বিনি সুতার বকুল মালা আমায় পড়ালে
F. /মালা আর খুলতে পারিনা
জ্বালা আর সইতে পারিনা
বারুদ ছাড়া কাঁঠি দিয়ে আগুন লাগালে
=== === === ===
M. হে৷ ভালোবাসার বর্নমালা আমায় শেখালে
F. /বিনি সুতার বকুল মালা আমায় পড়ালে
ধন্যবাদ