বৃষ্টি _____ বৃষ্টি
?
==========
M. / হৃদয়ের জানালায় প্রেম দেয় উকি
যখনি তোমারি হই মুখো মুখি
=======
হেই হৃদয়ের জানালায় প্রেম দেয় উকি
যখনি তোমারি হই মুখো মুখি
F. / প্রেমেরি শুরুতে হয়ে গেলো একি
মনে হয় সারাক্ষণ তোমাকেই দেখি
M. / চুপ চুপ চুপ এসে মনের ঘড়ে
মন মন মন নিলে চুরি করে
F. / চুপ চুপ চুপ এসে মনের ঘড়ে
মন মন মন নিলে চুরি করে
M. /. হে,,, হৃদয়ের জানালায় প্রেম দেয় উকি
যখনি তোমারি হই মুখো মুখি
F. /. প্রেমেরি শুরুতে হয়ে গেলো একি
মনে হয় সারাক্ষণ তোমাকেই দেখি
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[
_____ Bristy_____
M. / আহা, কি মায়া মায়া
তুমি কি যে মিষ্টি
সরে না এই দৃষ্টি দেখি গো যখন
F. / লেগেছে দুটি মনে
লেগেছে হায ধাক্কা
হয়েছে প্রেম পাক্কা নিরবে কখন
M. /তোমাকে দেখি যত
লাগে যে ভালো তত
কে আছে তোমার মত এই শহরে
F. / চুপ চুপ চুপি চুপি এসে মনের ঘড়ে
মন মন মন নিলে চুরি করে
M. / চুপ চুপ চুপি চুপি এসে মনের ঘড়ে
মন মন মন নিলে চুরি করে
F. / প্রেমেরি শুরুতে হয়ে গেলো একি
মনে হয় সারাক্ষণ তোমাকেই দেখি
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
_____বৃষ্টি _____?
F. / পেয়েছি মুখে ভাষা তুমি যে আমার আশা
হৃদয়ে ভালোবাসা থাকো না সাথে
M. /যখনি কাছে ডাকো আমি ছোটে আসবো
তোমাকে ভালোবাসবো দিনে ও রাতে
F. / তোমাকেই পেলে বাঁচি
তোমারি আমি আছি
থাকো না কাচা কাচি জনমও ভরে
M. / চুপ চুপ চুপি চুপি এসে মনের ঘড়ে
মন মন মন নিলে চুরি করে
F. /. চুপ চুপ চুপ এসে মনের ঘড়ে
মন মন মন নিলে চুরি করে
M. /হৃদয়ের জানালায় প্রেম দেয় উকি
যখনি তোমারি হই মুখো মুখি
F. /. প্রেমেরি শুরুতে হয়ে গেলো একি
মনে হয় সারাক্ষণ তোমাকেই দেখি
ধন্যবাদ