menu-iconlogo
logo

Sorboto Mongolo Radhe

logo
লিরিক্স
💫 Welcome To my Song Book

Song : Binodini Roy

Singer : Chanchal & Shawon

Upload: Monjur Ahmed

======🅼🆄🆂🅸🅲======

[👭] সর্বত মঙ্গল রাধে

বিনোদিনী রায়

বৃন্দাবনের বংশিধারী

ঠাকুরও কানাই

একলা রাধে জল ভরিতে

যমুনাতে যায়

পেছন থেকে কৃষ্ণ তখন

আড়ে আড়ে চায়

🄼 জল ভরো জল ভরো রাধে

ও গোয়ালের ঝি

কলস আমার পূর্ণ করো

রাধে বিনোধী

🄵 কালো মানিক হাত পেতেছে

চাঁদ ধরিতে চায়

বামন কি আর হাত বাড়ালে

চাঁদের দেখা পায়?

🄼 কালো কালো করিসনা লো

ও গোয়ালের ঝি

আমায় বিধাতা করেছে কালো

আমি করব কী?

এক কালো যমুনার জল

সর্বপ্রাণী খায়

আর এক কালো আমি কৃষ্ণ

সকল রাধে চায়

[👭] এই কথা শুনিয়া কানাই

বাঁশি হাতে নিল

স্বর্প হয়ে কালো বাশি

রাধেকে দংশিল

ডান পায়ে দংশিল রাধের

বাম পায়ে ধরিল

🄵 মরলাম মরলাম বলে রাধে

জমিনে পড়িল

🄼 মরবেনা মরবেনা রাধে

মন্ত্র ভাল জানি

দুই এক খানা ঝাড়া দিয়ে

বিষ করিব পানি

🄵 এমনো অঙ্গেরো বিষ

যে ঝাড়িতে পারে

সোনারি এই যৌবন খানি

দান করিবো তারে

[👭] এই কথা শুনিয়া কানাই

বিষ ঝাড়িয়া দিল

ঝেড়ে ঝুড়ে রাধে তখন

গৃহবাসে গেলো

📝𝐓𝐡𝐢𝐬 𝐓𝐫𝐚𝐜𝐤 𝐔𝐩𝐥𝐨𝐚𝐝𝐞𝐝

𝐁𝐲 @Monjur_BFS_2019

Never Miss to Share & follow

For Next Popular HD Song

======🅼🆄🆂🅸🅲======

🄼 গৃহবাসে গিয়া রাধে

আড়ে বিছায় চুল

[👭] কদম তলায় থাইক্কা

কানাই ফিইক্কা মারে ফুল

🄵 বিয়া নাকি করো কানাই

বিয়া নাকি করো

পরেরো রমণী দেখে

জালায় জলে মরো

🄼 বিয়া তো করিবো রাধে

বিয়া তো করিবো

তোমার মতো সুন্দর রাধে

কোথায় গেলে পাবো

🄵 আমার মতো সুন্দর রাধে

যদি পেতে চাও

গলায় কলসি বেঁধে

যমুনাতে যাও

🄼 কোথায় পাবো হাড় কলসি

কোথায় পাবো দড়ি

তুমি হও যমুনা রাধে

আমি ডুইবা মরি

[👭] তুমি হও যমুনা রাধে

আমি ডুইবা মরি

🄼 তুমি হও যমুনা রাধে

আমি ডুইবা মরি

[👭] তুমি হও যমুনা রাধে

আমি ডুইবা মরি

✿✰✯🦋𝑻𝒉𝒂𝒏𝒌 𝒀𝒐𝒖🦋✰✯✿

Chanchal Chowdhury-এর Sorboto Mongolo Radhe - লিরিক্স এবং কভার