menu-iconlogo
huatong
huatong
chirkut-morey-jabo-sam-collection-cover-image

MOREY JABO (SAM collection)

chirkuthuatong
🇸 🇦 🇲 88909🤴🦋huatong
লিরিক্স
রেকর্ডিং
একটু তোমায় নিলাম আমি

এক চিমটি মেঘে থামি

জলের ছিটেই নিলাম পাগলামি

একটু তুমি বুকের ভেতর

বেপরোয়া শ্রাবণ ভাদর

ভাসাও ডোবাও তোমারি আমি

মরে যাব রে, মরে যাব

কি অসহায় আমি একবার ভাব

মরে যাব রে, মরে যাব

কি অসহায় আমি একবার ভাব

তোমাকে ছেড়ে যাব কোথায় ?

তোমাকে ছেড়ে কি বাঁচা যায় ?

মেঘেরই ওই নীলে তুমি জীবন দিলে

এ বড় সুন্দর জ্বালায় আমায়

মেঘেরই ওই নীলে তুমি জীবন দিলে

এ বড় নির্মম পোড়ায় আমায়

একটু রাত ডুবে আসে

একটু আলো নিভে আসে

তুমি দূরে একা লাগে

মধুর ওই চাঁদটাকে

এ্যালুমিনিয়াম লাগে

হাঁটি আমি চাঁদও হাটে

মরে যাব রে, মরে যাব

কি অসহায় আমি একবার ভাব

মরে যাব রে, মরে যাব

কি অসহায় আমি একবার ভাব

ভালো লাগে না, লাগে না রে

বাঁচাবে আজ বলো কে আমারে

বুঝিনা জানিনা, মেনেও মানিনা

সে ছাড়া নেই আমি ঘোর আঁধারে

এপারে ওপারে খুঁজি যে তাহারে

সে ছাড়া নেই আমি, চাই তাহারে

একটু তোমায় নিলাম আমি

এক চিমটি মেঘে থামি

জলের ছিটেই নিলাম পাগলামি

একটু তুমি বুকের ভেতর

বেপরোয়া শ্রাবণ ভাদর

ভাসাও ডোবাও তোমারি আমি

মরে যাব রে, মরে যাব

কি অসহায় আমি একবার ভাব

মরে যাব রে, মরে যাব

কি অসহায় আমি একবার ভাব

মরে যাব রে, মরে যাব

কি অসহায় আমি একবার ভাব

মরে যাব রে, মরে যাব

কি অসহায় আমি একবার ভাব

মরে যাব রে, মরে যাব

কি অসহায় আমি..

chirkut থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে