menu-iconlogo
huatong
huatong
avatar

Bhindeshi Tara

Chondrobinduhuatong
Rahan_Tapos🇧🇩MRT🇧🇩huatong
লিরিক্স
রেকর্ডিং
শিরোনামঃ যখন পড়বে না মোর(আবৃত্তি)

রবীন্দ্রনথ ঠাকুর

আপলোড রাহান তাপস

Room 468779 Family MRT

WhatApp +8801718575818

www.rahantapos.blogspot.com

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,

আমি বাইব না

আমি বাইব মোর

খেয়াতরী এই ঘাটে,গো

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,

চুকিয়ে দেব বেচা কেনা,

মিটিয়ে দেব গো,

মিটিয়ে দেব লেনা দেনা,

বন্ধ হবে আনাগোনা

এই হাটে–

তখন আমায় নাইবা মনে রাখলে,

তারার পানে চেয়ে চেয়ে

নাইবা আমায় ডাকলে

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।।

#আপেক্ষা#######করুন

Room 468779 Family MRT

#############

যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,

কাঁটালতা

কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়,

আহা,জমবে ধুলা তানপুরাটার তারগুলায়

ফুলের বাগান

ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,

শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়–

তখন আমায়

নাইবা মনে রাখলে,

তারার পানে

চেয়ে চেয়ে

নাইবা আমায় ডাকলে

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।।

আপেক্ষা#######করুন

PatyRoom 468779 Family MRT

#############

তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,

কাটবে দিন কাটবে,

কাটবে গো দিন আজও যেমন দিন কাটে,

আহা,এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,

ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি

এমনি সে দিন উঠবে ভরি–

চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে

তখন আমায়

নাইবা মনে রাখলে,

তারার পানে চেয়ে চেয়ে

নাইবা আমায় ডাকলে

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,

তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি

সকল খেলায় সকল

করবে খেলা এই আমি–

আহা,কে

বলেগো

সেই

প্রভাতে

নেই

আমি

নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে

বাধঁবে

নতুন বাহু-

ডোরে,

আসব যাব চিরদিনের সেই আমি।

তখন আমায়

নাইবা মনে রাখলে,

তারার পানে চেয়ে চেয়ে

নাইবা আমায় ডাকলে

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।।

Thanks

আপলোড রাহান তাপস(Rahan Tapos)

Room 468779 Family MRT

WhatApp +8801718575818

www.rahantapos.blogspot.com

Chondrobindu থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে