Uploaded:By
~~Maher~~
আ..আ....আ......(2)
জন্ম মৃত্যুর আর্বতনে পুনর্জন্ম হবে
তোমার আবার দেখা পাব কখন কে জানে
জন্ম মৃত্যুর আর্বতনে পুনর্জন্ম হবে
তোমার আবার দেখা পাব কখন কে জানে
দূরে যাও, সরে যাও
রেখে যাও কিছু স্মৃতি তোমার আমার
জানি আবার একটি জন্ম আমার কভু হবে না
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
জানি আবার একটি জন্ম আমার কভু হবে না
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
আ..আ....আ.....
Uploaded:By ~~Maher~~ সোজা-সাপ্টা একথা সত্য কথা বলি তোমায় ভীষণ রকম ভালোবাসি হাজার যুদ্ধ বয়ে গেছে মনে তোমায় এই কথা বলব বলে বলা হয়নি কথা কি ছিলো এই মনে বলা হয়নি কথা কি ছিলো এই মনে জানি আবার একটি জন্ম আমার কভু হবে না জানি আবার এমন করে তোমার দেখা পাবো না জানি আবার একটি জন্ম আমার কভু হবে না জানি আবার এমন করে তোমার দেখা পাবো না Uploaded:By ~~Maher~~ আছো তুমি যেখানে প্রতিশব্দ শব্দ দূষন বাজে সময় অবস দেয়ালেতে তোমারইi গুনগুন আজন্ম রাত বুকের মাঝে ধনি প্রতিধ্বনি রাতের আকাশ তোমায় ছাড়া ভীষণ একাকি আজো স্মৃতি গুলো ভীষণ রকম দামি আজো সৃতি গুলো ভীষণ রকম দামি জানি আবার একটি জন্ম আমার কভু হবে না জানি আবার এমন করে তোমার দেখা পাবো না জানি আবার একটি জন্ম আমার কভু হবে না জানি আবার এমন করে তোমার দেখা পাবো না