menu-iconlogo
huatong
huatong
avatar

আমার মুখ দেখে যে দুঃখ বোঝেনা

DBDShuatong
লিরিক্স
রেকর্ডিং
আমার মুখ দেখে যে দুঃখ বোঝে না

তার সনে নাই পিরিতি

মুখ দেখে যে দুঃখ বোঝে না

তার সনে নাই পিরিতি

করবো না আর ভাবের পিরিতি

টানিলাম ইতি আমি

করবো না আর ভাবের পিরিতি টানিলাম ইতি

করবো না আর ভাবের পিরিতি

টানিলাম ইতি আমি

করবো না আর ভাবের পিরিতি টানিলাম ইতি

তার লাগিয়া দিবানিশি ঝড়ে আমার আখি

সে আমায় রাখে না মনে দেয় শুধু ফাঁকি

তার লাগিয়া দিবানিশি ঝড়ে আমার আখি

সে আমায় রাখে না মনে দেয় শুধু ফাঁকি

বুঝলাম না তার তাল বাহানা

বুঝলাম না রিতিনিতি

করবো না আর ভাবের পিরিতি

টানিলাম ইতি আমি

করবো না আর ভাবের পিরিতি টানিলাম ইতি

করবো না আর ভাবের পিরিতি

টানিলাম ইতি আমি

করবো না আর ভাবের পিরিতি টানিলাম ইতি

এত দুঃখ এই কপালে লিখলো আমার বিধি

কেমন করে সইবো বলো আমি যে অবাগী

এত দুঃখ এই কপালে লিখলো আমার বিধি

কেমন করে সইবো বলো আমি যে অবাগী

কি করিবো কোথায় যাবো কাদি যে দিবারাতি

করবো না আর ভাবের পিরিতি

টানিলাম ইতি আমি

করবো না আর ভাবের পিরিতি টানিলাম ইতি

করবো না আর ভাবের পিরিতি

টানিলাম ইতি আমি

করবো না আর ভাবের পিরিতি টানিলাম ইতি

<<<<<<<<<<>>>>>>>>

<নিউ নিউ গান পেতে DBDS এর সাথে থাকুন>

এতো পাষান বন্ধু হবে জানতাম নারে আগে

গলাতে লাগাইয়া রশী আস্তে ধীরে টানে

এতো পাষান বন্ধু হবে জানতাম নারে আগে

গলাতে লাগাইয়া রশী আস্তে ধীরে টানে

রাজু দেওয়ান ভাবে বসে মোর বাসরে নাই বাতি

করবো না আর ভাবের পিরিতি

টানিলাম ইতি আমি

করবো না আর ভাবের পিরিতি টানিলাম ইতি

করবো না আর ভাবের পিরিতি

টানিলাম ইতি আমি

করবো না আর ভাবের পিরিতি টানিলাম ইতি

DBDS থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে