খোলা হাঁটের বালুর চরে সাইমাল টানাইছেরে
আজ বেহুলার গায়ে হলুদ রে
হলুদ বাটি মেহেদী বাটি গীত গাই সখিরে
আজ বেহুলার গায়ে হলুদ রে..
খোলা হাঁটের বালুর চরে সাইমাল টানাইছেরে
আজ বেহুলার গায়ে হলুদ রে.....
শহর থেকে ফিরছে ভাইজান
বিয়ার বাজার নিয়া রে
আজ বেহুলার গায়ে হলুদ রে
মুকুট পড়ে জামাই আইছে
রিক্সাতে চরিয়া রে
আজ বেহুলার বিয়া হবে রে
খোলা হাঁটে বালুর চরে সাইমাল টানাইছেরে
আজ বেহুলার গায়ে হলুদ রে
আনছে নওশা সোনা গয়না বেনারসি শাড়ি
আজ বেহুলার বিয়া হবে রে
বন্ধুবান্ধব সবার মনে খুশির জোয়ার উঠেছে রে
আজ বেহুলার বিয়া হবে রে.....
খোলা হাঁটে বালুচরে সাইমাল টানাইছেরে
আজ বেহুলার গায়ে হলুদ রে
ডিজে গান ছাড়িয়া জামাই
খুশির নাছুন নাছেরে
আজ বেহুলা তরী কারণে
রং মাখিয়া বিয়ান সাহেব
খুশির নাচন নাচেরে
আজ বেহুলা তরি কারনে রে
খোলা হাঁটে বালুর চরে সাইমাল টানাইছেরে
আজ বেহুলার গায়ে হলুদ রঙে
বাপ-মায়ের কলিজার টুকরা
শশুর বাড়ি যাইবো রে
আজ বেহুলার বিয়া হইল রে
খোলা হাঁটে বালুর চরে সাইমাল টানাইছেরে
আজ বেহুলার গায়ে হলুদ রে
খোলা হাঁটে বালুর চরে সাইমাল টানাইছেরে
আজ বেহুলার গায়ে হলুদ রে ওর
ধন্যবাদ