menu-iconlogo
logo

Masha Allah

logo
লিরিক্স
দিন দুপুরে মনের ঘরে ডাকাত পড়েছে ,

তোর সিল্কি চুলের বিউটি ফুল এক নেশা ধরেছে।

মাশাআল্লাহ ! ও মাশাআল্লাহ ,

মাশাআল্লাহ !

তোর জেল্লা আমায় ঘায়েল করেছে।

মাশাআল্লাহ !

তোর জেল্লা আমায় ঘায়েল করেছে।

মাশাআল্লাহ !

তোর জেল্লা আমায় ঘায়েল করেছে।

দিন দুপুরে মনের ঘরে ডাকাত পড়েছে ,

তোর সিল্কি চুলের বিউটি ফুল এক নেশা ধরেছে।

মাশাআল্লাহ ! ও মাশাআল্লাহ ,

মাশাআল্লাহ !

তোর জেল্লা আমায় ঘায়েল করেছে।

মাশাআল্লাহ !

তোর জেল্লা আমায় ঘায়েল করেছে।

মাশাআল্লাহ !

তোর জেল্লা আমায় ঘায়েল করেছে।

যেই রাত ভোরে ঘুম ভোরে স্বপ্নে এলি ,

তোর আলতো দুঠোঁট ছুঁয়ে ঘুম ভাঙ্গলি।

নীল আসমানী সকালের জল কুয়াশায় ,

কোন স্বপ্নেরা ভীড় করে চোখের পাতায়।

আজ দুজনের মন গোপনে দারুন সেজেছে ,

ইচ্ছে খুশির নহব্বতে সানাই বেজেছে।

মাশাআল্লাহ ! ও মাশাআল্লাহ ,

মাশাআল্লাহ !

তোর জেল্লা আমায় ঘায়েল করেছে।

মাশাআল্লাহ !

তোর জেল্লা আমায় ঘায়েল করেছে।

মাশাআল্লাহ !

তোর জেল্লা আমায় ঘায়েল করেছে।

আনমনে তোর ছবি আঁকছি যতই ,

রং ভাসে ক্যানভাসে ইচ্ছে মতোই।

তোর চোখে চোখ রেখে হাত ছোঁয়ালে ,

আটকে থাকে না মন চার দেয়ালে।

মন পাখি তোর খেয়াল খুশির ডানা মেলেছে ,

দিন ভুলে ঠিক খোলা হাওয়া ইচ্ছে উড়েছে।

মাশাআল্লাহ ! ও মাশাআল্লাহ ,

মাশাআল্লাহ !

তোর জেল্লা আমায় ঘায়েল করেছে।

মাশাআল্লাহ !

তোর জেল্লা আমায় ঘায়েল করেছে।

মাশাআল্লাহ !

তোর জেল্লা আমায় ঘায়েল করেছে।

][ সমাপ্ত ][

thank you sushant

Dev Negi/Akriti Kakkar-এর Masha Allah - লিরিক্স এবং কভার