আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হল যে, দুঃখের সাথে জানাশোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হল যে, দুঃখের সাথে জানাশোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো কখনো রোদের বেলা, কখনো ঝড়ের খেলা কখনো রোদের বেলা, কখনো ঝড়ের খেলা সহসা শূন্য শাখা সাজাল ফুলের মেলা, এখানেই কাঁদলো এ মন এখানেই মন জুড়াল এ পথেই আনাগোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। কখনো কাছে পাওয়া, কখনো হারিয়ে যাওয়া কখনো কাছে পাওয়া, কখনো হারিয়ে যাওয়া সকলের সঙ্গে ক'দিন হৃদয়ের গানটি গাওয়া, এখানেই দিনের শুরু এখানেই দিন ফুরাল, এ পথেই আনাগোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হল যে, দুঃখের সাথে জানাশোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো।
আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হল যে, দুঃখের সাথে জানাশোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হল যে, দুঃখের সাথে জানাশোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো কখনো রোদের বেলা, কখনো ঝড়ের খেলা কখনো রোদের বেলা, কখনো ঝড়ের খেলা সহসা শূন্য শাখা সাজাল ফুলের মেলা, এখানেই কাঁদলো এ মন এখানেই মন জুড়াল এ পথেই আনাগোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। কখনো কাছে পাওয়া, কখনো হারিয়ে যাওয়া কখনো কাছে পাওয়া, কখনো হারিয়ে যাওয়া সকলের সঙ্গে ক'দিন হৃদয়ের গানটি গাওয়া, এখানেই দিনের শুরু এখানেই দিন ফুরাল, এ পথেই আনাগোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হল যে, দুঃখের সাথে জানাশোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো।
আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হল যে, দুঃখের সাথে জানাশোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হল যে, দুঃখের সাথে জানাশোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো কখনো রোদের বেলা, কখনো ঝড়ের খেলা কখনো রোদের বেলা, কখনো ঝড়ের খেলা সহসা শূন্য শাখা সাজাল ফুলের মেলা, এখানেই কাঁদলো এ মন এখানেই মন জুড়াল এ পথেই আনাগোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। কখনো কাছে পাওয়া, কখনো হারিয়ে যাওয়া কখনো কাছে পাওয়া, কখনো হারিয়ে যাওয়া সকলের সঙ্গে ক'দিন হৃদয়ের গানটি গাওয়া, এখানেই দিনের শুরু এখানেই দিন ফুরাল, এ পথেই আনাগোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হল যে, দুঃখের সাথে জানাশোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো।
আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হল যে, দুঃখের সাথে জানাশোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হল যে, দুঃখের সাথে জানাশোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো কখনো রোদের বেলা, কখনো ঝড়ের খেলা কখনো রোদের বেলা, কখনো ঝড়ের খেলা সহসা শূন্য শাখা সাজাল ফুলের মেলা, এখানেই কাঁদলো এ মন এখানেই মন জুড়াল এ পথেই আনাগোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। কখনো কাছে পাওয়া, কখনো হারিয়ে যাওয়া কখনো কাছে পাওয়া, কখনো হারিয়ে যাওয়া সকলের সঙ্গে ক'দিন হৃদয়ের গানটি গাওয়া, এখানেই দিনের শুরু এখানেই দিন ফুরাল, এ পথেই আনাগোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হল যে, দুঃখের সাথে জানাশোনা হল আমাকে তোমরা সবাই পথের পথিক বলো।