menu-iconlogo
huatong
huatong
dev2052-kaharba-noi-dadra-bajao-manna-dey-cover-image

KAHARBA NOI DADRA BAJAO MANNA DEY

Dev2052huatong
লিরিক্স
রেকর্ডিং
উম কাহারবা নয় দাদরা বাজাও

কাহারবা নয় দাদরা বাজাও-

উল্টো পাল্টা মারছ চাঁটি;

শশীকান্ত তুমিই দেখছি-

আসরটাকে করবে মাটি!

কাহারবা নয় দাদরা বাজাও-

উল্টো পাল্টা মারছ চাঁটি;

শশীকান্ত তুমিই দেখছি-

আসরটাকে করবে মাটি!

কাহারবা নয় দাদরা বাজাও

রোশনী বাঈয়ের পায়ের পায়েল

রোশনী বাঈয়ের পায়ের পায়েল

রোশনী বাঈয়ের পায়ের পায়েল

রোশনী বাঈয়ের পায়ের পায়েল

কলজেটাকে করুক ঘায়েল,

(আমার) পদ্ম পাতায় লাগবে না দাগ-

কলঙ্ক পাঁক যতই ঘাঁটি!

পদ্ম পাতায় লাগবে না দাগ-

কলঙ্ক পাঁক যতই ঘাঁটি!

আঃ শশীকান্ত তুমিই দেখছি-

আসরটাকে করবে মাটি!

কাহারবা নয় দাদরা বাজাও

গোলাপ জল দাও ছিটিয়ে-

গোলাপ ফুলের পাঁপড়ি ছড়াও,

ভুলতে যে চাই বুকের জ্বালা-

রক্তে নেশার আগুন ধরাও;

গোলাপ জল দাও ছিটিয়ে

প্রতি রাতের এই যে আসর

প্রতি রাতের এই যে আসর

প্রতি রাতের এই যে আসর

এই তো আমার জীবন বাসর,

(আমার) ইচ্ছে করে শূন্যে উঠে-

মেঘের উপর দিয়ে হাঁটি!

ইচ্ছে করে শূন্যে উঠে-

মেঘের উপর দিয়ে হাঁটি!

আঃ শশীকান্ত তুমিই দেখছি-

আসরটাকে করবে মাটি!

কাহারবা নয় দাদরা বাজাও

উল্টো পাল্টা মারছ চাঁটি;

শশীকান্ত তুমিই দেখছি-

আসরটাকে করবে মাটি!

কাহারবা নয় দাদরা বাজাও।

Dev2052 থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে