menu-iconlogo
huatong
huatong
avatar

শ্রাবণের মেঘগুলো আজ কেন মন

Different Touchhuatong
pier-olivier_starhuatong
লিরিক্স
রেকর্ডিং
শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে

অঝোরে নামবে বুঝি শ্রাবণি ঝরায়ে।

শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে

অঝোরে নামবে বুঝি শ্রাবণি ঝরায়ে।

আজ কেন মন উদাসী হয়ে

দূর অজানায় চায় হারাতে।

আজ কেন মন উদাসী হয়ে

দূর অজানায় চায় হারাতে।

শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে

অঝোরে নামবে বুঝি শ্রাবণি ঝরায়ে।

কবিতার বই সবে খুলেছি

হিমেল হাওয়ায় মন ভিজেছে

জানালার পাশে চাপা মাধবী

বাগান বিলাসী হেনা দুলেছে।

কবিতার বই সবে খুলেছি

হিমেল হাওয়ায় মন ভিজেছে

জানালার পাশে চাপা মাধবী

বাগান বিলাসী হেনা দুলেছে।

আজ কেন মন উদাসী হয়ে

দূর অজানায় চায় হারাতে।

আজ কেন মন উদাসী হয়ে

দূর অজানায় চায় হারাতে।

মেঘেদের যুদ্ধ শুনেছি

সিক্ত আকাশ কেঁদে চলেছে

জমেছে হাসের জল কেলী

পথিকের পায়ে হাঁটা থেমেছে।

মেঘেদের যুদ্ধ শুনেছি

সিক্ত আকাশ কেঁদে চলেছে

জমেছে হাসের জল কেলী

পথিকের পায়ে হাঁটা থেমেছে।

আজ কেন মন উদাসী হয়ে

দূর অজানায় চায় হারাতে।

আজ কেন মন উদাসী হয়ে

দূর অজানায় চায় হারাতে।

শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে

অঝোরে নামবে বুঝি শ্রাবণি ঝরায়ে।

শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে

অঝোরে নামবে বুঝি শ্রাবণি ঝরায়ে।

আজ কেন মন উদাসী হয়ে

দূর অজানায় চায় হারাতে।

আজ কেন মন উদাসী হয়ে

দূর অজানায় চায় হারাতে।

Different Touch থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে