menu-iconlogo
huatong
huatong
avatar

Bhalobashar Tanpura

Different Touchhuatong
লিরিক্স
রেকর্ডিং
আমার ভালোবাসার তানপুরাতে

,সুর যে বাজে না 2

আজ মনের মাঝে, রঙ্গীন আশা

রঙ্গে সাজে না

আমার ভালোবাসার তানপুরাতে, সুর যে বাজে না

হায় কেমনে ভুলিবো ,সেদিন

বল ,যেদিন তুমি পাশে ছিলে

ভুলিবো কেমন ,সে রাত বলো

,যে দিন তুমি গেছো চলে

আজ তারার আকাশে ,নেইকো তারা

চাঁদে শুধু অন্ধকার

ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না

হায় কেমনে বুঝাব, নিজেকে

বল ,তুমি এখন নও আমার

নিভে গেছে ,আশার প্রদীপ

নেইতো আলো, ভালোবাসার

আমি ভালোবেসে যে, সব হারালাম

নেইতো কিছু আর আমার

ভালোবাসার তানপুরাতে ,সুর যে বাজে না

আমার ভালোবাসার তানপুরাতে, সুর যে বাজে না

আজ মনের মাঝে ,রঙ্গীন আশা

রঙ্গে সাজে না

আমার ভালোবাসার তানপুরাতে,

সুর যে বাজে না

Different Touch থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে