menu-iconlogo
huatong
huatong
avatar

Projapoti Biskut

Diptarko/lagnajitahuatong
লিরিক্স
রেকর্ডিং
আমি বলছি, "রাজা"

আমি বলছি, "রানী"

আমি তুলছি ফণা

আমি বলছি, "Funny"

আমি বলছি, "ছানা"

আমি কাটছি ছানি

আমি বলছি, "Green tea" (Green?)

আমি বলছি, "লাল চা"

আমি লিখছি serial

আমি শিখছি culture

আমি ভাসান নেত্য (তো?)

আমি নাচছি salsa

উড়ে গেলে যাবে জুড়ে

আঁটকুড়ে বাঁটকুড়ে

দুইয়ে মিলে যাবে tour-এ

কোমর বেঁধে সঙ্গে যাবে কে?

একমুঠো রোদ আর প্রজাপতি বিস্কুট (প্রজাপতি বিস্কুট)

একমুঠো রোদ আর প্রজাপতি বিস্কুট

একমুঠো রোদ আর প্রজাপতি বিস্কুট (প্রজাপতি বিস্কুট)

একমুঠো রোদ আর প্রজাপতি বিস্কুট

আমি বলছি, "Hero"

আমি বলছি, "হের"

আমি দিচ্ছি tight

আমি ফস্কা গেরো

আমি হাতছি সোজা

আমি ডাকছি, "ফেরো"

জুড়ে গেল পাশাপাশি

ভালবাসা বাসবাসি

এক জাহাজ আলো হাসি

কোমর বেঁধে সঙ্গে যাবে কে?

একমুঠো রোদ আর প্রজাপতি বিস্কুট (প্রজাপতি বিস্কুট)

একমুঠো রোদ আর প্রজাপতি বিস্কুট

একমুঠো রোদ আর প্রজাপতি বিস্কুট (প্রজাপতি বিস্কুট)

একমুঠো রোদ আর প্রজাপতি বিস্কুট

একমুঠো রোদ আর (আর backpack-এ)

প্রজাপতি বিস্কুট (ঠোঙা মুড়ে ঠিক রাখা থাকে)

একমুঠো রোদ আর (থাক backpack-এ)

প্রজাপতি বিস্কুট

একমুঠো রোদ আর (গেলে উড়ে যাবে জুড়ে আঁটকুড়ে)

প্রজাপতি বিস্কুট (বাঁটকুড়ে)

একমুঠো রোদ আর (দুইয়ে মিলে যাবে জুড়ে রোদ্দুরে)

প্রজাপতি বিষ্কুট

Diptarko/lagnajita থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে