menu-iconlogo
logo

*প্রিয়তমা গো কাছে এসো

logo
avatar
Doli Shayontoni/Agunlogo
༄❥⃝𖤓𝐌O𝐙𝐈𝐁❥⃝♻️🅱🆂🅰♻️logo
অ্যাপে গান গাও
লিরিক্স
লিরিক্সঃ প্রিয়তমা গো..

শিল্পীঃ ডলি সায়ন্তনী ও আগুন

<><><><><><><><>

Room ID-188585

==============

মেয়েঃ আ হা হা আ হা হা আ..

আ হা হা আ হা হা আ..

=============

ছেলেঃ প্রিয়তমা গো, কাছে এসো

ভালোবেসে দুহাত বাড়াও না

প্রেমের জ্বরে, মরছি পুড়ে

বুকের চাদরে জড়াও না

হো..প্রিয়তমা গো, কাছে এসো

ভালোবেসে দুহাত বাড়াও না

প্রেমের জ্বরে, মরছি পুড়ে

বুকের চাদরে জড়াও না

<><><><><><><><>

𝔹𝕊𝔸_𝔽𝔸𝕄𝕀𝕃𝕐

Room ID-188585

Wait.............

মেয়েঃ মাতাল করা বাতাস এসে

সবি যে উড়িয়ে নিল

ঝিরি ঝিরি বৃষ্টি এসে

অঙ্গটা ভিজিয়ে দিলো

==============

ছেলেঃ আমার দেহের ছায়া দিয়ে

লজ্জা তোমার ঢেকে দেবো

এই মনেরি আগুন দিয়ে

তোমাকে শুকিয়ে এ বো

মেয়েঃ লাগে বড় ভয়, কি জানি কি যে হয়

আরতো কটা দিন দাঁড়াওনা হো..

ছেলেঃ প্রিয়তমা গো, কাছে এসো

ভালোবেসে দুহাত বাড়াও না

প্রেমের জ্বরে, মরছি পুড়ে

বুকের চাদরে জড়াও না

<><><><><><><><>

𝔹𝕊𝔸_𝔽𝔸𝕄𝕀𝕃𝕐

Room ID-188585

Wait.............

মেয়েঃ আ হা হা আ হা হা আ..

আ হা হা আ হা হা আ..

=============

মেয়েঃ তোমার ছোঁয়ায় আগুন আছে

উষ্ণ আমায় করে দিল

তাইতো আমার বন্ধ দুয়ার

হঠাৎ করে খুলে গেল

==============

ছেলেঃ সুখের জলে নিভিয়ে দেবো

হওযে কেন দিশেহারা

দিবানিশি সেই ঘরেতে

দেবো যে আমি পাহারা

মেয়েঃ লাগে বড় ভয়, কি জানি কি যে হয়

আরতো কটা দিন দাঁড়াওনা হো..

ছেলেঃ প্রিয়তমা গো, কাছে এসো

ভালোবেসে দুহাত বাড়াও না

প্রেমের জ্বরে, মরছি পুড়ে

বুকের চাদরে জড়াও না

হো..প্রিয়তমা গো, কাছে এসো

ভালোবেসে দুহাত বাড়াও না

প্রেমের জ্বরে, মরছি পুড়ে

বুকের চাদরে জড়াও না হো..

=====ধন্যবাদ====