menu-iconlogo
logo

Buri Hoilam Tor Karone

logo
লিরিক্স
কত কষ্ট করে আমি

কামাই রোজগার করে আনি

কত কষ্ট করে আমি

কামাই রোজগার করে আনি

তবু বুইড়ার মন পাইলাম নারে

বুড়ি হইলাম তোর কারণে

পরাণের বান্ধব রে

বুড়ি হইলাম তোর কারণে

পরাণের বান্ধব রে বান্ধব

বুড়ি হইলাম তোর কারণে

কোদালে কাটিয়া মাটি

হাতুর দিয়া পাথর ভাঙি

কোদালে কাটিয়া মাটি

হাতুর দিয়া পাথর ভাঙি

মাথার ঘাম পায়ে ফেলি

মাথার ঘাম পায়ে ফেলি

তবু দুঃখ গেল নারে

বুড়ি হইলাম তোর কারণে

পরাণের বান্ধব রে বান্ধব

বুড়ি হইলাম তোর কারণে

পরাণের বান্ধব রে

বুড়ি হইলাম তোর কারণে

চা বাগানে একলা জীবন

মর্ম ব্যাথা দেয় যে কেবল

চা বাগানে একলা জীবন

মর্ম ব্যাথা দেয় যে কেবল

পিঠে রেখে বাশের ঝুড়ি

পিঠে রেখে বাশের ঝুড়ি

সবুজ চায়ের ভাঙ্গি কুড়িরে

বুড়ি হইলাম তোর কারণে

পরাণের বান্ধব রে বান্ধব

বুড়ি হইলাম তোর কারণে

পরাণের বান্ধব রে

বুড়ি হইলাম তোর কারণে

ভেবে সাধক ওয়াহেদ বলে

পাতার বাহার দেখে দেখে

ভেবে সাধক ওয়াহেদ বলে

পাতার বাহার দেখে দেখে

চড়াই নালায় গোছল করে

চড়াই নালায় গোছল করে

কত নারীর জীবন গেল রে

বুড়ি হইলাম তোর কারণে

পরাণের বান্ধব রে

বুড়ি হইলাম তোর কারণে

পরাণের বান্ধব রে বান্ধব

বুড়ি হইলাম তোর কারণে

পরাণের বান্ধব রে

বুড়ি হইলাম তোর কারণে

পরাণের বান্ধব রে বান্ধব

বুড়ি হইলাম তোর কারণে

Doli Shayontoni-এর Buri Hoilam Tor Karone - লিরিক্স এবং কভার