menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Gorur Garite 2. 0

Dristy Anam/Hasan S. Iqbalhuatong
লিরিক্স
রেকর্ডিং
কেন বলো না তুমি আমায় বোঝো না

আমি তোমাকে ছাড়া কিছু ভালোবাসি না

(ভালোবাসি না, কিছু ভালোবাসি না)

কেন বলো না তুমি আমায় বোঝো না

আমি তোমাকে ছাড়া কিছু ভালোবাসি না

তোমায় ঘরবাড়ি আমার লিখে দিবো বুঝিয়ে

তোমায় নিয়ে যাবো হায় পৃথিবীকে জানিয়ে

(আমার গরুর গাড়িতে, গাড়িতে)

আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে

ধুত্তুর—ধুত্তুর—ধুত্তুর—ধু সানাই বাজিয়ে

আরে যাবো তোমায় শ্বশুরবাড়ি নিয়ে

আরে যাবো তোমায় শ্বশুরবাড়ি নিয়ে

তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাবো না

কারো ঘরের ঘরণী আমি হবো না

করবো না তো কোনোদিনও বিয়ে

আরে যাবো তোমায় শ্বশুরবাড়ি নিয়ে

কেন বোঝো না তুমি আমার ইশারা

আমি দেবো না এ মন কাউকে তুমি ছাড়া

কেন বোঝো না তুমি আমার ইশারা

আমি দেবো না এ মন কাউকে তুমি ছাড়া

তোমায় ঘরবাড়ি আমার লিখে দিবো বুঝিয়ে

তোমায় নিয়ে যাবো হায় পৃথিবীকে জানিয়ে

(আমার গরুর গাড়িতে, গাড়িতে)

আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে

ধুত্তুর—ধুত্তুর—ধুত্তুর—ধু সানাই বাজিয়ে

আরে যাবো তোমায় শ্বশুরবাড়ি নিয়ে

আরে যাবো তোমায় শ্বশুরবাড়ি নিয়ে

তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাবো না

কারো ঘরের ঘরণী আমি হবো না

করবো না তো কোনোদিনও বিয়ে

আরে যাবো তোমায় শ্বশুরবাড়ি নিয়ে

(Level up)

(আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে)

(ধুত্তুর—ধুত্তুর—ধুত্তুর—ধু সানাই বাজিয়ে)

(যাবো তোমায় শ্বশুরবাড়ি নিয়ে)

(যাবো তোমায় শ্বশুরবাড়ি নিয়ে)

Dristy Anam/Hasan S. Iqbal থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে