menu-iconlogo
huatong
huatong
avatar

Dhono Dhanno Pushpe Bhora

Dwijendralal Royhuatong
লিরিক্স
রেকর্ডিং
ধন ধান্য পুষ্প ভরা

আমাদের এই বসুন্ধরা

তাহার মাঝে আছে দেশ এক

সকল দেশের সেরা

ও সে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ

স্মৃতি দিয়ে ঘেরা

এমন দেশটি কোথাও খুঁজে

পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে

আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

চন্দ্র সূর্য গ্রহ তারা

কোথায় উজল এমন ধারা

কোথায় এমন খেলে তড়িৎ

এমন কালো মেঘে

তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি

পাখির ডাকে জেগে

এমন দেশটি কোথাও খুঁজে

পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে

আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

এতো স্নিগ্ধ নদী কাহার

কোথায় এমন ধূম্র পাহাড়

কোথায় এমন হরিত ক্ষেতে

আকাশ তলে মেশে

এমন ধানের উপর ঢেউ খেলে যায়

বাতাস কাহার দেশে

এমন দেশটি কোথাও খুঁজে

পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে

আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

পুস্পে পুস্পে ভরা শাখি

কুঞ্জে কুঞ্জে গাহে পাখি

গুঞ্জরিয়া আসে অলি

পুঞ্জে পুঞ্জে ধেয়ে

তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে

ফুলের মধু খেয়ে

এমন দেশটি কোথাও খুঁজে

পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে

আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

ভাইয়ের মায়ের এতো স্নেহ

কোথায় গেলে পাবে কেহ

ও মা তোমার চরণ দুটি

বক্ষে আমার ধরি

আমার এই দেশেতে জন্ম যেন

এই দেশেতে মরি

এমন দেশটি কোথাও খুঁজে

পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে

আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

Dwijendralal Roy থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে