হে আহা হাহাহা
হে আহা হাহাহা
আমার পরানে তোমার পরান
রেখো গো বাধিঁয়া...
আমার হৃদয়ে তোমার হৃদয়
রোখো গো জড়িয়া...
যেওনা ছেড়ে আমায়
বলো না মুখে বিদায় ভালবাসোনা..
আমার হৃদয় তোমায় ছাড়া
আর তো কিছু চায়না..
আমার হৃদয় তোমায় ছাড়া
আর তো কিছু চায়না
চাই না আমি ভুলতে প্রেম
চাই না একা হতে..
পারবনা আমি তোমায় ছাড়া
একটা সকাল কাটাতে..
চাই না আমি ভুলতে প্রেম
চাই না একা হতে
পারবনা আমি তোমায় ছাড়া
একটা সকাল কাটাতে
যেওনা ছেড়ে আমায়
বলো না মুখে বিদায় ভালবাসোনা...
আমার হৃদয় তোমায় ছাড়া
আর তো কিছু চায়না
আমার হৃদয় তোমায় ছাড়া
আর তো কিছু চায়না
হুম হে হে হে লা লা লা