বুকেতে হাত রেখে বলো বলোনা
আমায় কি মনে পড়েনা
চোখেতে চোখ রেখে বলো বলোনা
আমায় কি মনে পড়েনা
কত দিন কত রাত এই বুকে রেখে হাত
বলেছিলে তুমি আর কারোনা..
বুকেতে হাত রেখে বলো বলোনা
আমায় কি মনে পড়েনা
কত দিন ঘত হলো দেখিনা তোমার ছাঁদ মুখ..
একা একা কাঁদি আমি হয়তো শুনেছ তুমি
সেই তো তোমার বড় সুখ..
কত দিন ঘত হলো দেখিনা তোমার ছাঁদ মুখ..
একা একা কাঁদি আমি হয়তো শুনেছ তুমি
সেই তো তোমার বড় সুখ..
কত মান অভিমান বলেছ যানের যান
তুমি ছাড়া এই জীবন চাইনা..
বুকেতে হাত রেখে বলো বলোনা
আমায় কি মনে পড়েনা..
বুকেরি ভিতর আমি রেখেছি তোমাকে যতনে
সারা খনি ভাবি আমি সেই কথা যানো কি তুমি
নিঃস্ব তুমি বিহনে..
বুকেরি ভিতর আমি রেখেছি তোমাকে যতনে
সারা খনি ভাবি আমি সেই কথা যানো কি তুমি
নিঃস্ব তুমি বিহনে..
এই মনের আঙ্গিনায় তোমাকে ছাড়া
অন্য কিছু ভেবে পাইনা..
বুকেতে হাত রেখে বলো বলোনা
আমায় কি মনে পড়েনা
চোখেতে চোখ রেখে বলো বলোনা
আমায় কি মনে পড়েনা
কত দিন কত রাত এই বুকে রেখে হাত
বলেছিলে তুমি আর কারো না..
বুকেতে হাত রেখে বলো বলো না
আমায় কি মনে পড়েনা