menu-iconlogo
huatong
huatong
avatar

Lage Boro Betha

F. A. Sumonhuatong
লিরিক্স
রেকর্ডিং
লাগে বড়ো ব্যথা লাগে, হয়ে গেছে দাগ

ক্ষতভরা কলিজাটা যায় না করা ভাগ

লাগে বড়ো ব্যথা লাগে, হয়ে গেছে দাগ

ক্ষতভরা কলিজাটা যায় না করা ভাগ

চোখের জলে ভাসায় আমার সুখের ঘর

ইচ্ছে করে দিবানিশি পোড়াই অন্তর

লাগে বড়ো ব্যথা লাগে, হয়ে গেছে দাগ

ক্ষতভরা কলিজাটা যায় না করা ভাগ

আঘাতে আঘাতে আমি অনুভূতিহীন

বেঁচে আছি ধুঁকে ধুঁকে তোমাকে বিহীন

আঘাতে আঘাতে আমি অনুভূতিহীন

বেঁচে আছি ধুঁকে ধুঁকে তোমাকে বিহীন

সারাটা হৃদয়মাঝে কালবৈশাখির ঝড়

লাগে বড়ো ব্যথা লাগে, হয়ে গেছে দাগ

ক্ষতভরা কলিজাটা যায় না করা ভাগ

বিরহে বিরহে ভাঙে মনের পাড়

বুকেরই ভেতরে আমার ব্যথারই পাহাড়

বিরহে বিরহে ভাঙে মনের পাড়

বুকেরই ভেতরে আমার ব্যথারই পাহাড়

হারানো সুখের খোঁজে কেঁদে যায় অন্তর

লাগে বড়ো ব্যথা লাগে, হয়ে গেছে দাগ

ক্ষতভরা কলিজাটা যায় না করা ভাগ

চোখের জলে ভাসায় আমার সুখের ঘর

ইচ্ছে করে দিবানিশি পোড়াই অন্তর

লাগে বড়ো ব্যথা লাগে, হয়ে গেছে দাগ

ক্ষতভরা কলিজাটা যায় না করা ভাগ

F. A. Sumon থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে