menu-iconlogo
huatong
huatong
avatar

Poraner Poran

F A Sumonhuatong
লিরিক্স
রেকর্ডিং
পরানের পরান রে তুই

তুই তো আমার সব

তোরে ছাড়া একটা দিন ও বাচাঁ অসম্ভব

পরানের পরান রে তুই

তুই তো আমার সব

তোরে ছাড়া একটা দিন ও বাচাঁ অসম্ভব

করলি আমায় কি যাদু রে....

এত ভালবাসি তোরে..

হৃদয় জুড়ে তোরই অনুভব....

পরানের পরান রে তুই

তুই তো আমার সব

তোরে ছাড়া একটা দিন ও বাচাঁ অসম্ভব

তোরে মায়াতে বিভোর থাকি

সকাল দুপুর রাত..

মনের ঘড়ে রাখবো তোরে

বাড়িয়ে দিলাম হাত.....

তোরে মায়াতে বিভোর থাকি

সকাল দুপুর রাত....

মনের ঘড়ে রাখবো তোরে

বাড়িয়ে দিলাম হাত..

করলি আমায় কি যাদু রে....

এত ভালবাসি তোরে..

হৃদয় জুড়ে তোরই অনুভব

পরানের পরান রে তুই

তুই তো আমার সব

তোরে ছাড়া একটা দিন ও বাচাঁ অসম্ভব

তুই যে আমার চোখের মনি

আমার অবুঝ মন....

এই হৃদয়ের অন্তপুরে তোরই বিচরন.....

হুম,তুই যে আমার চোখের মনি

আমার অবুঝ মন....

এই হৃদয়ের অন্তপুরে তোরই বিচরন.....

করলি আমায় কি যাদু রে....

এত ভালবাসি তোরে...

হৃদয় জুড়ে তোরই অনুভব.....

পরানের পরান রে তুই

তুই তো আমার সব

তোরে ছাড়া একটা দিন ও বাচাঁ অসম্ভব

পরানের পরান রে তুই

তুই তো আমার সব

তোরে ছাড়া একটা দিন ও বাচাঁ অসম্ভব

করলি আমায় কি যাদু রে....

এত ভালবাসি তোরে...

হৃদয় জুড়ে তোরই অনুভব.....

পরানের পরান রে তুই

তুই তো আমার সব..

তোরে ছাড়া একটা দিন ও বাচাঁ অসম্ভব..

F A Sumon থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে