menu-iconlogo
huatong
huatong
avatar

onagoto

Fahadhuatong
SheikhMohammadFahadhuatong
লিরিক্স
রেকর্ডিং
হে অনাগত তোমার অলখে থেকে

আকাশ কথা বলে,

হে অনাগত তোমার অলখে থেকে

আকাশ কথা বলে,

অনিলেশ স্পর্শে তোমার মেঘমালা

লুটিয়ে পড়ে,

অনিলেশ স্পর্শে তোমার মেঘমালা

লুটিয়ে পড়ে,

লুটিয়ে পড়ে বাউলের অতলে ..

হে অনাগত তোমার অলখে থেকে

আকাশ কথা বলে।।

অনাগত তোমার নাম হবে তুমি

অন্য নাম আমি,

এক বিন্দুতে দাঁড়িয়ে।

জেনে যাবে তোমার পিছন শূন্য

সামনে শূন্য সবখানে থাকি হারিয়ে।

এখনো আকাশ বাতাস শস্য মাটি

তোমার আসার কথা বলে,

এখনো আকাশ বাতাস শস্য মাটি

তোমার আসার কথা বলে,

এ অনাগত তোমার অলখে থেকে

আকাশ কথা বলে।।

অনাগত ঝমঝম ঘর কোনো

কোনো সন্ধ্যায়,

তোমার আমার ঠিক দেখা হবে

যেখানে যাত্রা শেষ করি

শুরু করি শেষ করি,

গন্তব্য শেষ করি তবে।

এখনো তোমার অতীত বর্তমান

তোমার আসার কথা বলে,

এখনো তোমার অতীত বর্তমান

তোমার আসার কথা বলে,

হে অনাগত তোমার অলখে থেকে

আকাশ কথা বলে,

হে অনাগত তোমার অলখে থেকে

আকাশ কথা বলে

Fahad থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে