menu-iconlogo
huatong
huatong
avatar

বাড়ির পাশে মধুমতি Barir Pashe Modhumoti

Fazlur Rahmna Babuhuatong
লিরিক্স
রেকর্ডিং
বাড়ির পাশে মধুমতী,

পুবাল হাওয়া বয়রে.

বন্ধু মনে রং লাগাইয়া,

প্রানে দিলো জালারে,

বাড়ির পাশে মধুমতী,

পুবাল হাওয়া বয়রে.

বন্ধু মনে রং লাগাইয়া,

প্রানে দিলো জালারে,

বাড়ির পাশে মধুমতি,

ভাদ্র মাসের আকাশেতে,

সাদা মেঘের ভেলা,

কোথায় রইলা প্রান বন্ধুয়া,

রাখিয়া একেলা...

ভাদ্র মাসের আকাশেতে,

সাদা মেঘের ভেলা,

কোথায় রইলা প্রান বন্ধুয়া,

রাখিয়া একেলা...

কষ্টে কাটে দিন রজনী,

বুকে ব্যাথার ডেউরে...

বন্ধু মনে রং লাগাইয়া,

প্রানে দিলো জালারে,

বাড়ির পাশে মধুমতী,

পুবাল হাওয়া বয়রে.

বন্ধু মনে রং লাগাইয়া,

প্রানে দিলো জালারে,

বাড়ির পাশে মধুমতি,

চৈত্র মাসের মাটির,

বুকে লাগে দারুন খরা...

বন্ধু বিনে আমার জীবন,

প্রান থাকিতেও মরা,

চৈত্র মাসের মাটির,

বুকে লাগে দারুন খরা...

বন্ধু বিনে আমার জীবন,

প্রান থাকিতেও মরা,

সব কথা কি যাইরে বলা...

আমি ভালো নাইরে...

বন্ধু মনে রং লাগাইয়া,

প্রানে দিলো জালারে,

বাড়ির পাশে মধুমতী,

পুবাল হাওয়া বয়রে.

বন্ধু মনে রং লাগাইয়া,

প্রানে দিলো জালারে,

বাড়ির পাশে মধুমতি,

Fazlur Rahmna Babu থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Fazlur Rahmna Babu-এর বাড়ির পাশে মধুমতি Barir Pashe Modhumoti - লিরিক্স এবং কভার