menu-iconlogo
huatong
huatong
ferdous-ara-modhukor-monjir-baje-cover-image

Modhukor Monjir Baje

Ferdous Arahuatong
লিরিক্স
রেকর্ডিং
মধুকর মঞ্জির বাজে বাজে

গুন গুন মঞ্জুল গুঞ্জরণে

মধুকর মঞ্জির বাজে বাজে

গুন গুন মঞ্জুল গুঞ্জরণে

মৃদুল দোদুল নৃত্যে

বন বালিকা মাতে কুঞ্জবনে

গুন গুন মঞ্জুল গুঞ্জরণে

মধুকর মঞ্জির বাজে বাজে

গুন গুন মঞ্জুল গুঞ্জরণে

বাজাইছে সমীর দখিনা

পল্লবে মর্মর বীণা

বাজাইছে সমীর দখিনা

পল্লবে মর্মর বীণা

বনভুমি ধ্যান-আসীনা

বনভুমি ধ্যান-আসীনা

সাজিল রাঙা কিশলয়-বসনে

সাজিল রাঙা কিশলয়-বসনে

গুন গুন মঞ্জুল গুঞ্জরণে

মধুকর মঞ্জির বাজে বাজে

গুন গুন মঞ্জুল গুঞ্জরণে

ধূলি ধূসর প্রান্তর

পরেছিল গৈরিক সন্ন্যাসী-সাজ

নব-দূর্বাদল শ্যাম হলো আনন্দে আজ

ধূলি ধূসর প্রান্তর

পরেছিল গৈরিক সন্ন্যাসী-সাজ

নব-দূর্বাদল শ্যাম হলো আনন্দে আজ

লতিকা-বিতানে ওঠে ডাকি

মুহু-মুহু ঘুমহারা পাখি

লতিকা-বিতানে ওঠে ডাকি

মুহু-মুহু ঘুমহারা পাখি

নব নীল অঞ্জন মাখি

নব নীল অঞ্জন মাখি

উদাসী আকাশ হাসে চাঁদের সনে

উদাসী আকাশ হাসে চাঁদের সনে

গুন গুন মঞ্জুল গুঞ্জরণে

মধুকর মঞ্জির বাজে বাজে

গুন গুন মঞ্জুল গুঞ্জরণে

মৃদুল দোদুল নৃত্যে

বন বালিকা মাতে কুঞ্জবনে

গুন গুন মঞ্জুল গুঞ্জরণে

মধুকর মঞ্জির বাজে বাজে

গুন গুন মঞ্জুল গুঞ্জরণে

গুন গুন মঞ্জুল গুঞ্জরণে

গুন গুন মঞ্জুল গুঞ্জরণে

Ferdous Ara থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে