menu-iconlogo
huatong
huatong
ferdous-ara-shorbonasha-podda-nodi-cover-image

Shorbonasha Podda Nodi

Ferdous Arahuatong
লিরিক্স
রেকর্ডিং
ও পদ্মা নদী রে এ এ এ এ এ

সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই

বল আমারে তোর কি রে আর

কুল কিনারা নাই, কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই

সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই

বল আমারে তোর কি রে আর

কুল কিনারা নাই, কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই

পারের আশায় তাড়াতাড়ি

সকাল বেলায় ধরলাম পাড়ি…

পারের আশায় তাড়াতাড়ি

সকাল বেলায় ধরলাম পাড়ি

আমার দিন যে গেল সন্ধ্যা হলো…

আমার দিন যে গেল সন্ধ্যা হলো

তবু না কুল পাই

কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই…

পদ্মারে তোর তুফান দেইখা পরান কাঁপে ডরে

ফেইলা আমায় মারিসনা তোর সর্বনাশা ঝড়ে।

একে আমার ভাঙ্গা তরী

মাল্লা ছয়জন শল্লা করি…

একে আমার ভাঙ্গা তরী

মাল্লা ছয়জন শল্লা করি

আমার নায়ে দিল কুড়াল মারি ...

আমার নায়ে দিল কুড়াল মারি

কেমনে পারে যাই

কুল কিনারা নাই…

সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই

বল আমারে তোর কি রে আর

কুল কিনারা নাই, কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই…

সর্বনাশা পদ্মা নদী

Ferdous Ara থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে