menu-iconlogo
huatong
huatong
avatar

Hridoy Bhangbar Gaan

Fossilshuatong
লিরিক্স
রেকর্ডিং
ভাঙে সাগরের ঢেউ জোয়ারে সীমানাপাড়ের

বালিয়াড়ি বাঁধ ভাঙে পুরনাে প্রবাদ আর মন

ভাঙে সাগরের ঢেউ জোয়ারে সীমানাপাড়ের

বালিয়াড়ি বাঁধ ভাঙে পুরনাে প্রবাদ আর মন

ভেঙে যায় এক ধাক্কায় যখন সময় শেষ হয়

জেগে যায় শেষ ঘুম ভরা ভালবাসা জমাট স্বপন

ভেঙে যাক

ধ্বংসস্তূপে এক নতুন প্রজন্মের জন্ম হবে বলে

গাওয়া যাক

আজ হৃদয় ভাঙবার গান

একলা ঘরের কোণে আঁধারে স্বপ্ন দেখার

নেই আজ তাের কোনও প্রয়ােজন তাই শােন

ভেঙে ফেল এক কাপ চা-র রােজ রােজ রােজনামচা

দৈনিক পত্রিকা বাবা বাছা করে পােষা কালচার

ভেঙে যাক

স্পর্শ করতেই প্রচণ্ড শব্দে শাে-কেসের সব কাচ

গাওয়া যাক

আজ হৃদয় ভাঙবার গান

কল্পনা আজ ফের মেলে দেয় ডানা আকাশে

স্বপ্নকে ভালবাসি না, কল্পনাকে ভালবাসি

কল্পনা হেসে হাত ধরে নিয়ে যাক ফের আমাকে

কল্পনা ছিঁড়ে দিক এই বাস্তবের কাঁটাতার

ভেঙে যাক

মনে পুষে রাখা পবিত্র স্বপ্নের কঙ্কাল

গাওয়া যাক

আজ হৃদয় ভাঙবার গান

Fossils থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে