গানঃ- আমার তুই ছাড়া কে
১ম পার্ট ছেলে 👷
২য় পার্ট মেয়ে 👰
Upload By
Sweet_Foysal_FFSC
≠≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≠
👷 আমার তুই ছাড়া কে,এই জগতে
=== Foysal ===
👷 আমার তুই ছাড়া কে এই জগতে
আছে আপনজন..
আমি,তোর অন্তরে,
দিবানিশি করবো বিচরন
আমি,তোর অন্তরে,
দিবানিশি করবো বিচরন
👰 আমার তুই ছাড়া কে এই জগতে
=== Foysal ===
👰 আমার তুই ছাড়া কে এই জগতে
আছে আপনজন..
আমি,তোর অন্তরে
দিবানিশি,করবো বিচরন
আমি,তোর অন্তরে
দিবানিশি,করবো বিচরন
≠≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≠
Upload By
Sweet_Foysal_FFSC
≠≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≠
👷 আমার,মন বলেরে,তুই যেন রে
অনেক দিনের চেনা
👰 ওরে লক্ষ জনম,ছিল বুঝি
প্রেমের লেনাদেনা
=== Foysal ===
👷 আমার মন বলেরে,তুই যেন রে
অনেক দিনের চেনা
👰 ওরে লক্ষ জনম,ছিল বুঝি
প্রেমের লেনাদেনা
👷 আমার তুই ছাড়া কে এই জগতে
=== Foysal ===
👷 আমার তুই ছাড়া কে এই জগতে
আছে আপনজন
👰আমি,তোরই মাঝে
স্বর্গ নরক,করি অন্মেষন
👷 আমি,তোরই মাঝে
স্বর্গ নরক করি অন্মেষন
≠≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≠
Upload By
Sweet_Foysal_FFSC
≠≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≠
👷 আমার,মনেরও আরশিতে ও তোর
মুখ টা শুধু ভাসে
👰 অদৃশ্য হয়,দুনিয়াদারী
থাকলে রে তুই পাশে
=== Foysal ===
👷 আমার,মনেরও আরশিতে ও তোর
মুখ টা শুধু ভাসে
👰 ওরে অদৃশ্য হয়,দুনিয়াদারী
থাকলে রে তুই পাশে
👷 আমার তুই ছাড়া কে এই জগতে
=== Foysal ===
👷 আমার তুই ছাড়া কে এই জগতে
আছে আপনজন
👰 ওরে,তুই যে আধার
তুই যে আলো,তুই যে দিনক্ষণ
👷 ওরে,তুই যে আধার
তুই যে আলো,তুই যে দিনক্ষণ
আমার তুই ছাড়া কে এই জগতে
=== Foysal ===
👷 আমার তুই ছাড়া কে এই জগতে
আছে আপনজন
👰 আমি,তোর অন্তরে দিবানিশি
করবো বিচরন
👷 আমি,তোর অন্তরে দিবানিশি
করবো বিচরন