আমারে ছাড়িয়া না যাইয়ো রে বন্ধু ভুলিয়া না রইয়ো,
আমি তোমার প্রেম পিপাসী চরণে রাখিয়ো।
music
আমারে ছাড়িয়া না যাইয়ো রে বন্ধু ভুলিয়া না রইয়ো,
আমারে ছাড়িয়া না যাইয়ো রে বন্ধু ভুলিয়া না রইয়ো,
আমি তোমার প্রেম পিপাসী চরণে রাখিয়ো।
আমি তোমার প্রেম পিপাসী চরণে রাখিয়ো।
Music........
তুমি আমার সাতরাজার ধন-মানিক-রতন, তোমারে সপে দিয়াছি জীবন আর যৌবন।
তুমি আমার সাতরাজার ধন-মানিক-রতন,তোমারে সপে দিয়াছি জীবন আর যৌবন।
তুমি আমার কত আপন,
তুমি আমার কত আপন কত যে প্রিয়।
আমি তোমার প্রেম পিপাসী চরণে রাখিয়ো,
আমি তোমার প্রেম পিপাসী চরণে রাখিয়ো।
MUSIC.......
কেউ যদি ছলনাগো করে ভুলায় তোমার মন,
মনে রেখো সেদিন আমার হবে যে মরণ।
কেউ যদি ছলনাগো করে ভুলায় তোমার মন,
মনে রেখো সেদিন আমার হবে যে মরণ।
কখনো হইয়ো না এমন,
কখনো হইয়ো না এমন কাঁদাইও না চাইয়ো।
আমি তোমার প্রেম পিপাসী চরণে রাখিয়ো,
আমি তোমার প্রেম পিপাসী চরণে রাখিয়ো।
তোমার পাগল মাজহারুল-এ করে মিনতি,
আর যা কর ঘটাইয়ো না আমার দূর্গতি।
MUSIC.....
তোমার পাগল মাজহারুল-এ করে মিনতি,
আর যা কর ঘটাইয়ো না আমার দূর্গতি।
তোমার আমার সু-পিরিতি,
আমার তোমার সু-পিরিতি ভুলে না থাকিয়ো,
আমি তোমার প্রেম পিপাসী চরণে রাখিয়ো,
আমি তোমার প্রেম পিপাসী চরণে রাখিয়ো।
আমারে ছাড়িয়া না যাইয়ো রে বন্ধু ভুলিয়া না রইয়ো...
আমি তোমার প্রেম পিপাসী চরণে রাখিয়ো।
আমি তোমার প্রেম পিপাসী চরণে রাখিয়ো।
আমি তোমার প্রেম পিপাসী চরণে রাখিয়ো।
THANK YOU........