menu-iconlogo
huatong
huatong
gogon-sakib-baiman-maiya-cover-image

Baiman maiya বেইমান মাইয়া

Gogon Sakibhuatong
ArmanAlifMusic777Khuatong
লিরিক্স
রেকর্ডিং
যত্ন করে রাখিস স্মৃতি,

পিনঞ্জিরাতে রাখিস বাদী,

এই আমি আজ যাচ্ছি চলে.

ফিরব না তর মনের কোণে।

যত্ন করে রাখিস স্মৃতি,

পিনঞ্জিরাতে রাখিস বাদী,

এই আমি আজ যাচ্ছি চলে.

ফিরব না তর মনের কোণে।

ও বেঈমান বেঈমান বেঈমান রে,

ঐ মাইয়া তুই বড় বেঈমান রে।

বেঈমান বেঈমান বেঈমান রে,

ঐ মাইয়া তুই বড় বেঈমান রে।

বেঈমান বেঈমান বেঈমান রে,

ঐ মাইয়া তুই বড় বেঈমান রে।

সিম কার্ডের ঐ অফিস জানে,

কত কান্না জমা অটো রের্কডে

মোবাইল টাও আজ বোবা বোনেছে

তুই ছাড়া সেও হাই কথা ভুলেছে।

সিম কার্ডের ঐ অফিস জানে,

কত কান্না জমা অটো রের্কডে

মোবাইল টাও আজ বোবা বোনেছে

তুই ছাড়া সেও হাই কথা ভুলেছে।

ও বেঈমান বেঈমান বেঈমান রে,

ঐ মাইয়া তুই বড় বেঈমান রে।

বেঈমান বেঈমান বেঈমান রে,

ঐ মাইয়া তুই বড় বেঈমান রে।

বেঈমান বেঈমান বেঈমান রে,

ঐ মাইয়া তুই বড় বেঈমান রে।

প্রেমিকা টা হায়রে গেছে হারিয়ে,

ছেলেটা তাই আজ ভালো নাই রে,

বহু দূরে আনমনে ভাবছে সে খুব,

চিরতরে আজরে পারবে সে ঘুম।

প্রেমিকা টা হায়রে গেছে হারিয়ে,

ছেলেটা তাই আজ ভালো নাই রে,

বহু দূরে আনমনে ভাবছে সে খুব,

চিরতরে আজরে পারবে সে ঘুম।

ও বেঈমান বেঈমান বেঈমান রে,

ঐ মাইয়া তুই বড় বেঈমান রে।

বেঈমান বেঈমান বেঈমান রে,

ঐ মাইয়া তুই বড় বেঈমান রে।

বেঈমান বেঈমান বেঈমান রে,

ঐ মাইয়া তুই বড় বেঈমান রে

Gogon Sakib থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে