menu-iconlogo
huatong
huatong
avatar

Zikir/জিকির/Rifat-LRB

Guru Jemeshuatong
লিরিক্স
রেকর্ডিং
শিরোনাম:-জিকির।

শিল্পী :-গুরু জেমস।

⫸=====Rifat=====⫷

প্রলয়ের শিঙ্গায় ফুক দিয়ে ইঠে ইস্রাফিলে,

চারিদিকে থেকে কলবে কলবে রোল পড়ে যায়,

তলে তলে তল্লাটে তল্লাটে জিকির উঠে,

তলে তলে তল্লাটে তল্লাটে জিকির উঠে,

হায় হায় করে উঠে তামাম জাহান,

নূরের ঝিলিক দেখে,

কবর ছেড়ে উঠে দাড়িয়ে সকল ইনসান,

তলে তলে তল্লাটে তল্লাটে জিকির উঠে,

তলে তলে তল্লাটে তল্লাটে জিকির উঠে,

সারি সারি নত মাথা,রোজ হাশরে,

হাত তুলে প্রান খুলে,

ইয়া রব ইয়া রব বলে, ইয়া রব ইয়া রব,

ইয়া রব ইয়া রব,

তলে তলে তল্লাটে তল্লাটে জিকির উঠে,

কাতারে কাতার বান্দা হাজার,

হেটে যায়, পুল সেরাতের ঐ পরে,,,

ইয়া রব ইয়া রব বলে, ইয়া রব ইয়া রব,

ইয়া রব ইয়া রব,

তল্লাটে তল্লাটে জিকির উঠে,

ইয়া রব ইয়া রব বলে, ইয়া রব ইয়া রব,

ইয়া রব ইয়া রব বলে, ইয়া রব ইয়া রব,

ইয়া রব ইয়া রব

ইয়া রব ইয়া রব বলে, ইয়া রব ইয়া রব,

ইয়া রব ইয়া রব বলে,,,

ইয়া রব ইয়া রব বলে,

⫸=ধন্যবাদ=⫷

Guru Jemes থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে