মনের জোরে চলছে রে দেহ
দেহের ভেতর মন
সেই মনে আজ লাগছে ভালো রূপমনি কাঞ্চন
সেতো আসে যায়
সেতো আসে যায়
যার জন্যে চান্দে চান্দে
এতো চন্দ্রগ্রহণ...ওহো
মনের জোরে চলছে রে দেহ
দেহের ভেতর মন
সেই মনে আজ লাগছে ভালো রূপমনি কাঞ্চন
সেতো আসে যায়
সেতো আসে যায়
যার জন্যে চান্দে চান্দে
এতো চন্দ্রগ্রহণ...ওহো
কাঁচা বাঁশে...হে...
কাচাঁ বাশের খাচার ভেতর পঞ্চরসের মিল
চৌদরজায় মায়ার ক্ষরণ
এক দরজায় খিল রে
এক দরজায় খিল
Welcome To SLG Group
সেই দরজা....
সেই দরজা যাবে খুলে..মিল দর্শন
সেতো আসে যায়
সেতো আসে যায়
যার জন্যে চান্দে চান্দে
এতো চন্দ্রগ্রহণ...ওহো
উজানে উজান...হায়...
উজানে উজান ভাঙ্গে উজাড় স্রোত ধারা
সেই না ধারায় বন্ধুর চলন
দেহ পাগল পাড়ারে দেহ পাগল পাড়া
দেহের ভিতর....
দেহের ভিতর দেহের পহড়
খোঁজে আপনজন
সেতো আসে যায়
সেতো আসে যায়
যার জন্যে চান্দে চান্দে
এতো চন্দ্রগ্রহণ...ওহো
মনের জোরে চলছে রে দেহ
দেহের ভেতর মন
সেই মনে আজ লাগছে ভালো রূপমনি কাঞ্চন
সেতো আসে যায়
সেতো আসে যায়
যার জন্যে চান্দে চান্দে
এতো চন্দ্রগ্রহণ...ওহো