মেয়েঃ আমি পাগল প্রেমে পাগল
মানিনা তাই ঝড় বাদল।
আমি পাগল প্রেমে পাগল
মানিনা তাই ঝড় বাদল
তুমি ছাড়া এ জীবনে আর কেউ নাই
তোমাকেই বারে বারে কাছে পেতে চাই।
ছেলেঃ আমি পাগল প্রেমে পাগল
মানিনা তাই ঝড় বাদল
তুমি ছাড়া এ জীবনে আর কেউ নাই।
তোমাকেই বারে বারে কাছে পেতে চাই।
মেঃ আহা হা হা হা হা,
ওহো হো হো হো
আ আ হা হা।
মেঃ যেখানেই থাকো তুমি
আমি পাশে রবো
ভালোবাসা দিয়ে আমি
তোমাকে সাজাবো
ছেঃযেখানেই থাকো তুমি
আমি পাশে রবো
ভালোবাসা দিয়ে আমি
তোমাকে সাজাবো
মেঃ যতো দিন পৃথীবি বেঁচে থাকবে
ছেঃ ততো দিন দুজনার প্রেম থাকবে।
মেঃআমি পাগল প্রেমে পাগল
ছেঃ মানিনা তাই ঝড় বাদল
উভয়েঃ তুমি ছাড়া এ জীবনে
আর কেউ নাই
তোমাকেই বারে বারে কাছে পেতে চাই
মেঃ স্বপনে ছিলে তুমিএলে কাছা কাছি
যেদিকে যাও তুমি আমি সাথে আছি।
ছেঃ স্বপনে ছিলে তুমি এলে কাছা কাছি
যেদিকে যাও তুমি আমি সাথে আছি।
মেঃ যতো দিন আকাশেতে তারা জ্বলবে
ছেঃ ততো দিন দুজনার প্রেম থাকবে
মেঃ আমি পাগল প্রেমে পাগল
ছেঃ মানিনা তাই ঝড় বাদল
উভয়েঃ তুমি ছাড়া এ জীবনে
আর কেউ নাই
তোমাকেই বারে বারে কাছে পেতে চাই।