কথা ও সুর হাসান মতিউর রহমান
শোনেন গো রসের বিয়াই,
আপনার তো খবরই নাই,
শোনেন গো রসের বিয়াই
বুঝেন না কি চায় এখন এই মনে
প্রেমের তুফান উঠেছে আমার, যৌবনে
প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে
শোনেন গো রসের বিয়াই
বুঝেন না কি চায় এখন এই মনে
প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে
প্রেমের তুফান উঠেছে আমার যৌবন।
?আপনারা শোনছেন, চেনা সুরের আসল গান কথা ও সুর করেছেন চেনাসুর মালিক হাসান মতিউর রহমান?
যত্ন করে রাখছি আমি
আপনার জন্য পিঠা
একটু খানি খাইয়া দেখেন
মধ্য খানে মিঠা।
ও যত্ন করে রাখছি আমি
আপনার জন্য পিঠা
একটু খানি খাইয়া দেখেন
মধ্য খানে মিঠা মধ্য খানে মিঠা
এই পিঠা খাইতে দিবে
এই পিঠা খাইতে দিবে কোন জনে
প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে
প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে
শোনেন গো রসের বিয়াই
বুঝেন না কি চায় এখন এই মনে
প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে
প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে।
⃝?চেনা ? সুর ⃝?
?Uploded by?
⃝?HAFIZ-UDDIN ⃝?S
আমার দিকে চাইয়া দেখেন
বয়স কত অল্প
সার রাত্র জেগে আমরা
করবো অনেক গল্প।
হে আমার দিকে চাইয়া দেখেন
বয়স কত অল্প
সার রাত্র জেগে আমরা
করবো অনেক গল্প
করবো অনেক গল্প
এই মজা পাইবেন আপনি
এই মজা পাইবেন আপনি কার শনে
প্রেমের তুফান উঠেছ আমার যৌবনে
প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে
শোনেন গো রসের বিয়াই
বুঝেন না কি চায় এখন এই মনে
প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে
প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে।
⃝?চেনা ? সুর ⃝?
?Uploded by?
⃝?HAFIZ-UDDIN ⃝?S
আপনি যখন বইসা থাকেন
চোঁখে চশমা লাগাইয়া
ভাবি শুধু আমারে কেন
লইয়া যান না ভাগাইয়া।
বেয়াই আপনি যখন বইসা থাকেন
চোঁখে চশমা লাগাইয়া
ভাবি শুধু আমারে কেন
লইয়া যান না ভাগাইয়া
লইয়া যান না ভাগাইয়া
বাসর সাজাবো আমরা
বাসর সাজাবো আমরা গোপনে
প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে
প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে
শোনেন গো রসের বিয়াই,
আরে আপনার তো খবরই নাই,
শোনেন গো রসের বিয়াই
বুঝেন না কি চায় এখন এই মনে
প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে
প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে
শোনেন গো রসের বিয়াই
বুঝেন না কি চায় এখন এই মনে
প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে
প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে
প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে।